ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধ’ ॥ নিহত ১

প্রকাশিত: ১৭:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৭

তেজগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধ’ ॥ নিহত ১

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই যুবক একটি ডাকাত দলের সদস্য। তার নাম আবদুল্লাহ বলে পুলিশ জানতে পেরেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বিজি প্রেস মাঠ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলমের ভাষ্য। তিনি বলেন, ওই এলাকায় জড়ো হয়ে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশে সেখানে অভিযানে যায়। “ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন আহত হয়, বাকিরা পালিয়ে যায়।” পরে গুলিবিদ্ধ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
×