ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মতিঝিল আইডিয়ালে প্রথম শ্রেণীতে লটারির ড্র আজ

প্রকাশিত: ০৪:২৯, ১৩ ডিসেম্বর ২০১৭

মতিঝিল আইডিয়ালে প্রথম শ্রেণীতে লটারির ড্র আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নামী প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে লটারির ড্র হচ্ছে আজ। আগামীকালও চলবে লটারির ড্র। কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেছেন, আমাদের সকল প্রস্তুতি শেষ। লটারির জন্য দুটি দিন আমরা ঠিক করেছি। নিজেদের প্রতিষ্ঠানে আজকের লটারির বিষয় পরিচালনা পর্ষদের সদস্য গোলাম আশরাফ তালুকদার বলেছেন, লটারির প্রস্তুতি শেষ। সরকারী নীতিমালার আলোকে সুন্দর পরিবেশে লটারির জন্য সকলের সহযোগিতায় আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, অত্যন্ত সুন্দর পরিবেশে লটারির ড্রসহ সকল ভর্তি কার্যক্রম আমরা সম্পন্ন করতে সক্ষম হব। অধ্যক্ষ ড. শাহান আরা বেগম জানিয়েছেন, ১৩ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণীর লটারির ড্র। লটারির প্রথম দিন ১৩ ডিসেম্বর (আজ) মূল ক্যাম্পাসের বালক, বালিকা শাখার বাংলা ও ইংরেজী ভার্সনের লটারির ড্র হবে। এছাড়া হবে বনশ্রী শাখার ইংলিশ ভার্সনের বালক ও বালিকার লটারির ড্র। আগামীকাল ১৪ তারিখ হবে বনশ্রী ও মুগদা শাখার বাংলা বালক ও বালিকার লটারির ড্র। অধ্যক্ষ আরও জানিয়েছেন, ১৮ ডিসেম্বর ও ২০ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভর্তিতে পরীক্ষা নেয়া হবে। এবার ১৪ হাজারের বেশি আবেদন জমা পেড়েছে। আসন আছে ৮০০।
×