ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ফাদার অপহরণ

ছাত্রলীগ নেতা সৌরভের রিমান্ড শুনানি রবিবার

প্রকাশিত: ০৫:৩৯, ৫ অক্টোবর ২০১৭

ছাত্রলীগ নেতা সৌরভের রিমান্ড শুনানি রবিবার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৪ অক্টোবর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে খ্রীস্টান পাদ্রিকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অভিযুক্ত আসামি টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির ওরফে সৌরভের রিমান্ড শুনানি ৮ অক্টোবর রবিবার ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামান আসামি সৌরভকে ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে হাজির করেন। তাকে গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ দিন ধার্য করেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামি সৌরভকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। সৌরভের দেয়া তথ্য অনুযায়ী অপহরণের ঘটনায় জড়িত তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ তার সহযোগী হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদেরও এই মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে। আসামিরা হলো জয়নাল (২৭), জেমস (২৫) ও হাসান (২৬)। পুলিশের জিজ্ঞাসাবাদে সৌরভ সহযোগীদের পুরো ঠিকানা প্রকাশ করেনি। এ ব্যাপারে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ জানান, সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রকৃত বিষয়টি জানার জন্য চেষ্টা করা হচ্ছে। এদিকে সৌরভের স্বজনদের দাবি পারিবারিক ঘটনার জেরে অপহরণ নাটক সাজানো হয়েছে। উল্লেখ্য, ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্রেগরিকে অপহরণের অভিযোগে টঙ্গী সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে সোমবার রাতে টঙ্গীর পাগাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা সাড়ে ১২টায় অপরিচিত একটি মোবাইল থেকে ফাদার শিশির নাতালে গ্রেগরিকে ফোন করে বলা হয়, ‘আপনার বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তিনি এখন টঙ্গীর পাগাড় ফকির মার্কেটে আছেন। তার অবস্থা খুব খারাব, আপনি দ্রুত আসুন।’ এই ফোন পেয়ে তিনি কাউকে কিছু না জানিয়ে দ্রুত টঙ্গীর উদ্দেশে রওনা দেন। তিনি বিকেল ৩টায় ফকির মার্কেটে ফোনদাতার কাছে পৌঁছান এবং তার বোনের অবস্থান জানতে চান। এ সময় তাকে বোনের কাছে নেয়ার কথা বলে ফকির মার্কেটের কাছে একটি কক্ষে নেয়া হয়। সেখানে আগে থেকে আরও ৪ জন অপেক্ষা করছিল। এ সময় তাকে ওই কক্ষে আটকে রেখে অপহরণকারীরা তার মোটরসাইকেল, একটি আইফোন, হাত ঘরি ও পকেট হাতিয়ে ১৩শ’ টাকা লুটে নেয় এবং ভেতর দিক থেকে তাকে কক্ষে আটকে রেখে আরও ৩ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টায় তিনি কৌশলে রুম থেকে বেরিয়ে ডাক চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় সৌরভকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় ফাদার শিশির নাতালে গ্রেগরি বাদী হয়ে ৪ জনকে আসামি করে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন।
×