ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিতু হত্যা

অস্ত্র মামলায় বাদীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন ॥ ভোলার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৫:১৯, ২৮ মার্চ ২০১৭

অস্ত্র মামলায় বাদীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন ॥ ভোলার জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারপতœী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নূরের আদালতে সোমবার সাক্ষ্য শেষ করেন মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ কামরুজ্জামান। একই আদালতে অস্ত্র সরবরাহকারী আসামির জামিন নামঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, মামলার বাদী কামরুজ্জামান গত ১৮ জানুয়ারি আদালতে আংশিক সাক্ষ্য প্রদান করেছিলেন। সোমবার শেষ হয় তার পূর্ণাঙ্গ সাক্ষ্য। এদিন তাকে জেরাও করা হয়। বিচারক আগামী ২ মে পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। সোমবার আদালতে উপস্থিত করা হয় অস্ত্র মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা এবং রিক্সাচালক মনির হোসেনকে। এর মধ্যে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে ভোলার বিরুদ্ধে। পরে সে অস্ত্র জমা রাখা হয়েছিল মনির হোসেনের কাছে। পুলিশ মনিরের কাছ থেকে সে অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। আদালত সূত্রে জানা যায়, মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ২২ নবেম্বর আদালতে অভিযোগ গঠিত হয়। এর আগে গত ২৮ জুলাই এ মামলার চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মহিম উদ্দিন। এই দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছিল গত বছরের ২৭ জুন। উল্লেখ্য, গত বছরের ৫ জুন ভোরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় নৃশংসভাবে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। রৌদ্রস্নানে মাতোয়ারা আহা কী আনন্দ। তীব্র কুয়াশা ও ঠা-া এখন নেই। দেখা মিলছে সূর্যের চেহারার। তাইতো ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছাকাছি ত্রোকাদেরো ঝর্ণার নিকটে প্রতিদিন শিশুসহ নর-নারীরা রৌদ্রস্নানে মেতে উঠছে –এএফপি হাতি অসহায় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এই হাতিটিকে রবিবার বন্দী করা হয়। এটিকে নিয়ে বনরক্ষীরা পরে টহলে নামে। প্রদেশের দ্বীপ এলাকা সুমাত্রায় দেদার বন ধ্বংস করে ভূমি দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে মানুষ। ফলে হাতির ৭০ ভাগ বাসস্থান ধ্বংস হয়েছে। -এএফপি
×