ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাত ’শ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশ

প্রকাশিত: ০৯:০০, ২৭ জানুয়ারি ২০১৭

সাত ’শ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ৭০০ মেধাবী, অস্বচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৩০ হাজার করে অনার্স চলাকালীন ৪ বছরে মোট ১ লাখ ২০ হাজার টাকা দেবে সংগঠনটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীকে তারা ৩০ হাজার টাকার চেক প্রদান করেন। পরে নির্বাচিত অন্যদের নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে বৃত্তির টাকা দেয়া হবে। এ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী প্রমুখ। আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর স্থান ছাড়া সবকিছুর সম্প্রসারণ হয়েছে। সমস্যা থাকবে সমস্যার উত্তোরণ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য দক্ষ এবং যোগ্য হওয়ার জন্য বলেন। একে আজাদ চৌধুরী বলেন, টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। এটি আমাদের প্রতিশ্রুতি।
×