ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবশেষে ঘুষের টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন উপ-পরিচালক

প্রকাশিত: ০৩:৫২, ২০ জানুয়ারি ২০১৭

অবশেষে ঘুষের টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন উপ-পরিচালক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঘুষের টাকা ফেরত দিয়ে অবশেষে রেহাই পেলেন বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহবুবুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে মাঠপর্যায়ের নারীকর্মীসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা জেলা অফিস প্রাঙ্গণে তাকে ঘেরাও করে অনৈতিকভাবে আদায় করা টাকা ফেরত চান। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষাপটে ডিডি মাহাবুবুল ইসলামকে সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক অন্যত্র বদলির আদেশ দেন। বাগেরহাট পরিবার পরিকল্পনা অফিসে চলছে প্রকাশ্য ঘুষ বাণিজ্য-এমন অভিযোগ করেন কর্মকর্তা-কর্মচারীসহ মাঠকর্মীরা। জেলা অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, তার এপিএস ও সহযোগী কতিপয় কর্মচারীর প্রকাশ্য অনৈতিক অর্থ বাণিজ্যের বিষয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন তারা। বাগেরহাট সমিতির জেলা কমিটির নেতা জাকিরুন্নেছা সুমি ও নাজমা খানম বলেন, ‘বদলিজনিত কারণে আমাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা, কেউ পেনশনে গেলে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ঘুষ দিতে বাধ্য করেন ডিডি সাহেব। কয়েদিদের পিঠা উৎসব নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৯ জানুয়ারি ॥ কারও সাজা যাবজ্জীবন, কারও বিভিন্ন মেয়াদে, কারও বা খ-কালীন। সবাই এই মাঘের শীতের পিঠা থেকে বঞ্চিত। তাই তো তাদের মাঝে ব্যতিক্রমী আয়োজন করল মাদারীপুর কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে শীতে পিঠাপুলি উৎসবের মাধ্যমে জেলে বন্দী ৫শ’ কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হলো। এতে খুশি কয়েদিরা, অন্যদিকে বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ। মাদারীপুর জেলা কারাগরের জেলার দিদারুল ইসলাম দিদার বলেন, ‘শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ শীতের কয়েক রকম পিঠা তৈরি করে বৃহস্পতিবার কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। আবর্জনা পরিষ্কার অভিযান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ জানুয়ারি ॥ দূষণমুক্ত পরিবেশ তৈরিতে ‘আর্তমানবতার সেবায় আমরা’ (সিপিএইচডি)-এর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার সরকারী ডিগ্রী কলেজ গেটের সামনে ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একদল সিপিএইচডির কর্মী স্বেচ্ছায় পরিবেশ দূষণমুক্ত কাজে এগিয়ে এসে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে।
×