ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে সমাবেশ

প্রশাসনে জামায়াত শিবিরের ক্যাডাররা ষড়যন্ত্রে লিপ্ত

প্রকাশিত: ০৬:১৭, ২০ ডিসেম্বর ২০১৬

প্রশাসনে জামায়াত শিবিরের ক্যাডাররা ষড়যন্ত্রে লিপ্ত

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ বেগম খালেদা জিয়ার ছত্রছায়ায় নিজামী-মোজাহিদের মাধ্যমে প্রশাসনে ঢুকে পড়া জামায়াত-শিবিরের ক্যাডাররা এখনও মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী ষড়যন্ত্রে লিপ্ত। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী বিমানে বিভ্রাট দেখা দিয়েছিল। এদের চিহ্নিত করে প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে ফেলার সময় এসেছেÑ এ অভিমত পোষণ করেন বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-সমাবেশের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি মাহবুবুর রহমান। একাত্তরের রণাঙ্গনে নোয়াখালী অঞ্চলের এই মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহযোদ্ধা। ১৮ ডিসেম্বর রবিবার রাতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ম্যানহাটান বরো ও চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রুকলিনে গ্রীনহাউস রেস্টুরেন্ট মিলনায়তনে। সভাপতিত্ব করেন মাইনুল পাটোয়ারি। সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন নূরনবী কমান্ডার, ড. এম এ বাতেন, মোজাহিদুল ইসলাম, শাহজাহান সিরাজী, তোফাজ্জল করিম, শরাফ সরকার ও হাজী কামালউদ্দিন। শুরুতে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে ৪৮টিরও অধিক সমাবেশ হলো বিভিন্ন সংগঠনের ব্যানারে। এই একটিমাত্র সমাবেশে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে মঞ্চে বসানো হয়। বিশেষভাবে সম্মান জানানো ছাড়াও রণাঙ্গনের স্মৃতিচারণের সুযোগ দেয়া হয়।
×