ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভিজিএফে পচা চাল ॥ ফেরত গেল বিএনপি নেতার চাতালেই

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৬

ভিজিএফে পচা চাল ॥ ফেরত গেল বিএনপি নেতার চাতালেই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার খাদ্যগুদামের বিরুদ্ধে নিম্নমানের চাল ভিজিএফ কর্মসূচীতে সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। খাদ্য বিভাগের সিল মারা ঝকঝকে বস্তায় যেসব চাল দেয়া হয়েছে, সেগুলো নিম্নমানের ময়লা কালো দানা ও দুর্গন্ধযুক্ত, যা খাওয়ার অযোগ্য বলে সুবিধাভোগীরা অভিযোগ করেছে। বৃহস্পতিবার এমন ৩০০ বস্তা চাল পচা প্রমাণিত হলে জেলার কিশোরীগঞ্জ সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। সেখানে পুনরায় খাদ্যগুদাম হতে ভালমানের চাল সরবরাহ দেয়ায় দুপুরের পর চাল বিতরণ শুরু করা হয়। পচা চালের ৩০০ বস্তা খাদ্যগুদামে ফেরত দেয়া হলে ঘটনা ধামাচাপা দিতে খাদ্যগুদাম কর্মকর্তা ইকবাল হোসেন ওই চাল তাৎক্ষণিকভাবে খাদ্যগুদাম হতে সরিয়ে ট্রলিতে করে তা বিএনপি নেতা তারেক মিয়ার মিল চাতালে পাচার করে দেয়। অভিযোগ মতে, বোরো চাল সংগ্রহ অভিযানে বিএনপি নেতার ওই মিল চাতাল হতে এ পচা চাল খাদ্যগুদামে সরবরাহ করা হয়েছিল। ওই খাদ্যগুদামে এমন আরও অনেক নিম্নমানের চাল ও ধানের বস্তা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ওই উপজেলার চাঁদখানা, বাহাগিলি, মাগুড়া, বড়ভিটা, রণচ-ী, পুঁটিমারী, গাড়াগ্রাম ও নিতাই ইউনিয়নের চেয়ারম্যানগণ জানান, তাদেরও এই চাল খাদ্যগুদাম হতে সরবরাহ করা হয়, যা তারা বুঝতে পারেননি। বিতরণের পর কার্ডধারীরা অভিযোগ করে, এ চাল খাওয়ার যোগ্য নয়। জানা যায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নীলফামারী জেলায় সরকারের বরাদ্দ দেয়া বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ঈদের আগেই এ চাল বিতরণের নির্দেশ রয়েছে। কার্ডধারী প্রতিজন এবার ১০ কেজি করে বিনামূল্যে এ চাল পাবে। কিশোরীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ইকবাল হোসেনকে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি মোবাইল রিসিভ করেননি। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×