ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বন্দুকযুদ্ধে জেএমবি জঙ্গী নিহত

প্রকাশিত: ০৫:২৮, ৮ আগস্ট ২০১৬

রাজশাহীতে বন্দুকযুদ্ধে জেএমবি জঙ্গী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবি জঙ্গী নিহত হয়েছে। তার আনুমানিক বয়স ৩৪ বছর। এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ১৩টি হাতবোমা, চারটি হাঁসুয়া, একটি চাপাতি, দুইটি ছোরা ও ১০টি জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার ঝিকড়া ইউনিয়নের জোয়ানবাগপাড়ার সুমনের আমবাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন। বন্দুকযুদ্ধে অজ্ঞাত যুবকের নিহত হওয়ার ঘটনা জানাতে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন জানান, উপজেলার ঝিকড়া ইউনিয়নের জোয়ানবাগপাড়ার সুমনের আমবাগানে ৮ থেকে ১০ জনের একদল দুষ্কৃতকারী নাশকতা চালাতে গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে জেলা গোয়েন্দা ও বাগমারা থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০ থেকে ১৫ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার আরও বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার কাছে যে ধরনের জিহাদী বই পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, সে কোন জঙ্গী সংগঠন অথবা শিবিরের সঙ্গে জড়িত। তার পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলে জানান, পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন। জাবিতে জঙ্গী সন্দেহে শিক্ষার্থী আটক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ॥ জাবি সংবাদদাতা জানান, জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণিত ও পরিসংখ্যান ভবনে আইআইটির ল্যাব-২-এ ক্লাস করার সময় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কয়েকজন সদস্য ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। আটক শিক্ষার্থীর নাম ইব্রাহিম ইবনে মোল্লা মোশাররফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের (আইআইটি) তৃতীয় বর্ষের (৪৩তম ব্যাচ) ছাত্র। তার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায়। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চলতি বছর জুলাইয়ের মাঝামাঝি নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে সিলেট থেকে আটক করে পুলিশ। এদের একজন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদুল করিম চৌধুরী এবং অপরজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল আজিজ। রিমান্ডে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মোশাররফকে আটক করা হয়। মোশাররফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে আইআইটিতে ভর্তি হওয়ার আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। শাবিপ্রবিতে অবস্থানকালে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত জঙ্গী ও সন্ত্রাসী হামলার পর শনিবার জাবি ক্যাম্পাস থেকে জঙ্গী সন্দেহে এক শিক্ষার্থীকে আটকের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এবং জয় বাংলা গেট বাদে অন্য সব গেট (পকেট গেট) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু আদতে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে খুব একটা কঠোর নজরদারি রাখা হচ্ছে না। হরহামেশাই যে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে।
×