ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত: ০৪:২৫, ২৩ জুলাই ২০১৬

গজারিয়ায় গুলিবিদ্ধ  আরও একজনের  মৃত্যু, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ইউনুছ মৃধা (৪৫) ঘটনার আট দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গুলিতে গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবলাকি (টানবলাকি) গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য গোলাপ হোসেন বেপারী ও তার ছোট ভাই আইয়ুব আলী বেপারীসহ একপক্ষের তিনজন নিহত হলেন। ওদিকে, ঘটনার নয় দিনেও ঘটনাস্থল থেকে অপহৃত আওলাদ হোসেন ও জুয়েল নামের দু’জনের সন্ধান মেলেনি। নিখোঁজ জুয়েল নিহত ইউপি সদস্য গোলাপ বেপারীর ছোট ভাই। ওদিকে, হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আটজনকে ১৮ জুলাই চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে মুন্সীগঞ্জ আদালত। তাদের গজারিয়া থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হেদায়েদ-উল-ইসলাম ভূঞা জানিয়েছেন। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গ্রেফতারের ভয়ে চরবলাকি গ্রাম পুরুষশূন্য হয়ে রয়েছে। পুলিশ ও স্থানীয়দের মতে, গত ১৪ জুলাই বিকেলে উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরবলাকি এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক মজনু গ্রুপের আওয়ামী লীগ নেতা হোগলা আমিরুল ইসলাম, তার ছেলে যুবলীগ নেতা নাজমুল হোসেন ও ডাকাত দলের সদস্য শাহপরানের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার, ইউপি নির্বাচনের জের, প্রস্তাবিত শিল্পপ্রতিষ্ঠানের জমি ক্রয় ও মাটি ভরাটের হিস্যা নিয়ে পরাজিত চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু গ্রুপের লোকজনের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালায়। এর পর উভয় গ্রুপের মধ্যে রাত ৮টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ মেম্বার গোলাপ হোসেন বেপারী ও তার ছোট ভাই আইয়ুব আলী বেপারী নিহত হন।
×