ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

খালেদা জিয়াকে জেলে নিতে দেব না-গয়েশ্বর

প্রকাশিত: ০১:৪২, ২৬ মে ২০১৬

খালেদা জিয়াকে জেলে নিতে দেব না-গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে ছাড়া দল চলবে না তাই তাকে আমরা জেলে নিতে দেব না বলে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্ত্র রায়। তিনি বলেন, খালেদা জিয়া জেলে যাচ্ছেন প্রতিদিন এ খবরটা গণমাধ্যমে আসছে কিন্তু পদ-পদবির জন্য বিএনপি নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত দেয়া বন্ধ হয়নি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন ভাসানী ভবনে অনুষ্ঠিত বিএনপির যৌথসভায় তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, আজ পর্যন্ত শুনলাম না অমুক নেতার বাসায় বৈঠক হয়েছে সংকট মোকাবেলার জন্য। সেটা নিয়ে আলোচনা হয়েছে। ম্যাডামের কিছু হলে কি করা হবে। সেই আলোচনা নেই। কাকে উপরে নিবে, কাকে কী দিবে কেবল সেই আলোচনা হচ্ছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্ত্র রায় বলেন, যাকে ছাড়া দল চলবে না তার বিপদের জন্য কিছু করি না। আর আমরা পদের জন্য দৌঁড়াদৌড়ি করছি, মানত করছি। গয়েশ্বর বলেন, ৩০ মে পালনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তির চেতনাকে শাণিত করতে হবে। আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির ওপরে যদি কোনো আঘাত আসে এই শাণিত অস্ত্রের আঘাতে তা যাতে ছিন্নভিন্ন হয়ে যায়। খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, সরকার অনেক পরিকল্পনা করতে পারে, জেলে নেবেন। আসলে সব পরিকল্পনা বাস্তবায়ন হয়না। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা যদি পথ সৃষ্টি করে দেই, এটা আমাদের সঠিক কাজ হবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতিতে কিছু করব না, এটা ভেবে বসে থাকলে চলবে না। কিছু ঘটার আগে করতে হবে। বিনা আন্দোলনে, বিনা সংগ্রামে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না। অন্যায়কে প্রতিরোধ করা যায় না। আমরা যদি মনে করি সরকার চক্রান্ত করছে তাহলে আগাম প্রস্তুতি থাকা ভাল। ভাষা আন্দোলনসহ অতীতের সফল আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কোনো পদ-পদবী ছিলনা মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন, আন্দোলন করতে হলে পদ-পদবীর দরকার হয়না। তিনি বলেন, ওয়ান-ইলেভেন মোকাবেলা করতে বিএনপির স্থায়ী কমিটি খুঁজে পাওয়া যায়নি এমনকি ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবদেরও খুঁজে পাওয়া যায়নি। সাবেক মপি-মন্ত্রীদের কাউকেও পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা ছিল জেলখানায়। বাকিরা বিদেশে গিয়ে যে যেভাবে পেরেছেন জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তখন কিন্তু মোকাবিলা করেছে তারাই যাদের কোনো পদ ছিল না, তৃণমূলের কর্মীরা। সুতরাং আপনারা প্রস্তুত হউন। যাকে হারালে আমরা বাঁচবো না তাকে আমরা হারাতে দেবো কেন? তাকে ছাড়া দল চলবে না। তাকে আমরা জেলে নিতে দেব কেন?
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত বিএনপি:ওবায়দুল কাদের
পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি