ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ, ইইউর উদ্বেগ ॥ দ্রুত তদন্তের আহ্বান

প্রকাশিত: ০৫:৫৩, ৮ এপ্রিল ২০১৬

জাতিসংঘ, ইইউর উদ্বেগ ॥ দ্রুত তদন্তের আহ্বান

কূটনৈতিক রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন এ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত এ ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও পেন ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, অনলাইন এ্যাক্টিভিস্ট হত্যায় সম্প্রতি ছেদ পড়লেও এ হামলায় প্রতীয়মান হচ্ছে যে, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণের ক্রমবর্ধমান প্রবণতার অংশ এটি। ২০১৩ সালে এ ধরনের হত্যাকা- শুরুর পর থেকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশের পাশাপাশি তদন্তের মাধ্যমে বিচারের আহ্বান জানিয়ে আসছে। ব্লগার রাজীব হায়দার হত্যাকা-ের দুই বছর পর জানুয়ারিতে আদালতের রায় দেয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেন রবার্ট। এছাড়া অনলাইন এ্যাক্টিভিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যুন এক বিবৃতিতে নাজিমুদ্দিন সামাদ হত্যাকা-ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই ঘটনার নিন্দা জানান। তিনি বিবৃতিতে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার সুরক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে। মানুষ যেন নির্ভয়ে তার মতপ্রকাশ করতে পারেন সে বিষয়েও সরকারকে দৃষ্টি দিতে হবে। এদিকে, অনলাইন এ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদের হত্যায় উদ্বেগ প্রকাশ করেছে লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ব্লগার-লেখকরা শান্তিপূর্ণভাবে তাদের মতপ্রকাশ করছেন, তাদের ওপর সহিংসতার ঘটনা বাড়তে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পেন ইন্টারন্যাশনাল এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, মুক্তচিন্তার মানুষদের মুক্তচিন্তা-ভাবনার জন্য এ রকম হত্যাকা- এক প্রকারের সরাসরি হুমকি। লেখক, প্রকাশক হত্যায় বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েই যাচ্ছে। পেন ইন্টারন্যাশনালের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। অতীতের সকল হামলা ও হত্যাকা-ের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের আন্তর্জাতিক মানদ-ে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, বুধবার রাতে লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস লেনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
×