ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাসানীর ধানের শীষ হাইজ্যাক করে জিয়া ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৬:২৮, ২২ জানুয়ারি ২০১৬

ভাসানীর ধানের শীষ হাইজ্যাক করে জিয়া ॥ মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ জানুয়ারি ॥ এবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের বিরুদ্ধে ধানের শীষ প্রতীক হাইজ্যাকের অভিযোগ তুললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ কোন মিলিটারি পার্টি বা সার্কাসের পার্টি নয়। আওয়ামী লীগ হলো ঐতিহ্যবাহী পলিটিক্যাল পার্টি। এই দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তৎকালীন সময়ে মওলানা ভাসানীর মার্কা ছিল ‘ধানের শীষ’। মওলানা ভাসানীর ওই মার্কা জিয়াউর রহমান হাইজ্যাক করে নিয়েছে। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে দিনব্যাপী শীতের কম্বল বিতরণ এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে টপটেন এসএসসি পরিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে নিয়মশৃঙ্খলার মধ্যে চলে এটা প্রমাণ করার জন্য এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে ও দলীয় প্রতীকে করা হয়েছে। আর ইতোমধ্যে সারাদেশে পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়, জাতিসংঘই বলেছে, বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আমরা নিম্ন মধ্যবিত্তই থাকব না, আমরা উচ্চই হব। ঢাকায় আট দেশের স্পীকার সম্মেলন সংসদ রিপোর্টার ॥ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার আটটি দেশের স্পীকারদের সম্মেলন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও ক্যাম্পেন ফর টোব্যাকো ফ্রি-কিডস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। সংসদ সচিবালয় জানিয়েছে, স্পীকারদের এই সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিব ড. মোঃ আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সচিবালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে আজ প্যাক এশিয়া বাংলাদেশের আয়োজনে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে’। অস্ট্রেলিয়ার ১৩টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে এই ওপেন ডে’তে। এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবে। এতে অংশগ্রহণ করছে ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, এডিথ কাওয়ান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি, লা ট্রোব ইউনিভার্সিটি, ডিকিন ইউনিভার্সিটি, সি কিউ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, কার্টিন ইউনিভার্সিটি, ট্যাফে নিউ সাউথ ওয়েলস, ইউও ডাব্লিউ কলেজ, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যানবেরা এবং ইউটি এস ইনসার্চ। -বিজ্ঞপ্তি
×