ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিধান রায়কে কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ অক্টোবর ২০১৫

বিধান রায়কে কিডনি  প্রতিস্থাপনে  সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগে আক্রান্ত বিধান রায়ের (৫৭) চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। বর্তমানে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা যত দ্রুত সম্ভব তাকে কিডনির প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য ব্যয় হবে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। ইতোমধ্যে তার চিকিৎসায় ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হতে বসেছে। বিধান রায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিডনি রোগে আক্রান্ত হওয়ার কারণে আয়-উপার্জন বন্ধ হয়ে পথে বসতে চলেছে পরিবারটি। তার সন্তানদের লেখাপড়াও বন্ধ হওয়ার পথে। এর মধ্যে তার চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পিতার সুচিকিৎসায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার ছেলে দিবাকর রায়। কোন সহৃদয় ব্যক্তি বিধান রায়ের চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন দিবাকর রায়ের বিকাশ করা মোবাইল নম্বর ০১৯৩৫২৭৫০৭০-এ। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×