
ছবি: সংগৃহীত।
- ১ হাজার ৯৬৮ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়েও বেঁচে গেলেন এক পর্বতারোহী।
ঘটনাটি গত শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পর্বত মাউন্ট তারানাকিতে ঘটেছে। ওই পর্বতের শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ২৬১ ফুট। এ শৃঙ্গ জয় করতেই ওই পর্বতারোহীসহ সেখানে উঠছিল একটি দল।
অভিযানের একপর্যায়ে মূলত পা ফসকে স্থানচ্যুতি ঘটে ওই পর্বতারোহীর। এতে তিনি সোজা পিছলে (স্লাইডিং) নিচে পড়েন ও আভিযানিক দলের দৃষ্টিসীমার বাইরে চলে যান। পরে ওই দলে থাকা একজন দ্রুত নিচে নেমে আসেন ও উদ্ধারকাজে যুক্ত ‘তারানাকি অ্যালপাইন রেসকিউ’র এক সদস্যের সহায়তা নেন। পরে তাঁরা ওই পর্বতারোহীকে সামান্য আহত অবস্থায় পান। এ ঘটনায় তিনি বরফে আচ্ছাদিত পর্বতে ওঠায় ব্যবহৃত কুঠার ও ক্রাম্পন (জুতার সঙ্গে লাগানো ধাতব নখর বিশেষ) হারিয়েছেন মাত্র।
আরও পড়ুন :চাটমোহর-কাছিকাটা সড়ক ভাঙাচোরা, পথচারীদের ভোগান্তি
নিউজিল্যান্ডের পুলিশ ওই পর্বতারোহীকে অতি ভাগ্যবান বলে উল্লেখ করে। কারণ, এর আগে ২০২১ সালের মে মাসে ওই পর্বত থেকে পড়ে দুজন প্রাণ হারিয়েছিলেন। অথচ তাঁরা পড়েছিলেন ১ হাজার ফুট ওপর থেকে। অর্থাৎ এই ব্যক্তি তাঁদের চেয়ে দ্বিগুণ উচ্চতা থেকে নিচে পড়েন।
সূত্র: জিও নিউজ
টিএস