ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জ্বালানি তেলের দাম গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত: ১০:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৩

জ্বালানি তেলের দাম গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ

জ্বালানি তেল, ছবি: সংগৃহীত

সৌদি আরব ও রাশিয়া দৈনিক উত্তলোন হ্রাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শনিবার যে দামে তেলের বেচা-কেনা হয়েছে, তা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

শনিবার প্রতি ব্যারেল (এক ব্যারেল = ১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ৯০ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৮৭ দশমিক ৫১ ডলারে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগের দিন শুক্রবারের তুলনায় শনিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি বেড়েছে দশমিক ৭৩ ডলার (শতকরা হিসেবে দশমিক ৮ শতাংশ) এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে দশমিক ৬৪ ডলার (শতকরা হিসেবে দশমিক ৭ শতাংশ)।

উভয় ব্র্যান্ডের তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শনিবার অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের এই মূল্যবৃদ্ধি গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোইয়া জানিয়েছেন, চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে ব্রেন্ট ক্রুডের দাম (ব্যারেলপ্রতি) ৫ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম (ব্যারেলপ্রতি) ৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে সপ্তাহশেষে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শতকরা হিসেবে বাড়বে ২ শতাংশ।

‘ওপেক প্লাস যদি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের পরিকল্পনা বাতিল না করে, সেক্ষেত্রে আগামী শীত পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের বাজার চাঙ্গা থাকবে,’ রয়টার্সকে বলেন এডওয়ার্ড মোইয়া।

সূত্র: রয়টার্স

টিএস

×