
ইলন মাস্ক
ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, জনমত জরিপে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়াবেন। টুইটারে এ ব্যাপারে জনমত জরিপের জন্য ভোটের ব্যবস্থাও করেছেন তিনি। সেই জরিপের ফল বিপক্ষে গেলে সরে দাঁড়াবেন সিইওর পদ থেকে। এ বিষয়ে টুইটারে ভোটের আয়োজন করেছেন ইলন মাস্ক। ইলন মাস্কের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট এবং বিপরীতে পড়েছে ৪২ শতাংশ। -সিএনএন