ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান বদলাবে না ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ১৪:০০, ২৮ জুন ২০২৫

পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান বদলাবে না ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পরও ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের অবস্থান পরিবর্তনের চিন্তা করছে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘চাপ, ভীতি প্রদর্শন, হুমকি কিংবা সামরিক শক্তি প্রয়োগ—সবই একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আন্তর্জাতিক নিয়ম-কানুন লঙ্ঘনের শামিল। এসব কিছু আমাদের ন্যায্য অধিকারকে দুর্বল করতে পারেনি এবং পারবেও না। আমাদের অধিকার অটুট রয়েছে।’

সাক্ষাৎকারে বাঘাই আরও বলেন, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে ইসরায়েলের হামলা এবং পশ্চিমাদের বক্তব্য প্রমাণ করে যে তারা প্রকৃত অর্থে আলোচনায় আগ্রহী ছিল না।

‘এগুলোই প্রমাণ করে যে, শুরু থেকেই যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক ছিল না। কিন্তু এর অর্থ এই নয় যে, ইরান আলোচনা করতে চেয়ে ভুল করেছে। বরং, ইরান আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে অন্য পক্ষের ভণ্ডামি ও মিথ্যাচারকে বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে’, বলেন বাঘাই।

তিনি আরও বলেন, ‘ইরান আন্তর্জাতিক চুক্তি ও আইনের ভিত্তিতে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের আগ্রাসন বা চাপ তা থামাতে পারবে না।’

উল্লেখ্য, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে—যা অস্ত্র-উপযোগী মাত্রার খুব কাছাকাছি। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ থাকলেও ইরান বরাবরই বলে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

এই পটভূমিতে বাঘাই’র বক্তব্য ইঙ্গিত দেয় যে, সামরিক চাপ নয়, বরং ন্যায়সঙ্গত সমঝোতা ও সম্মানের ভিত্তিতেই ইরান আলোচনায় আগ্রহী থাকবে—কিন্তু তাতে তাদের সার্বভৌম অধিকার বিসর্জন দেওয়া হবে না।

 

সূত্র: এবিসি নিউজ।

রাকিব

×