
নারী দিবসে মিলন মেলা। ছবি: জনকণ্ঠ।
বিশ্ব নারী দিবসের তাৎপর্যকে মূল্যায়ণ, স্মরণীয় ও অধিকার আদায়ে ঘরে-বাইরে আরো সোচ্চার হওয়ার ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ মার্চ) দুপুরে মিশিগানের ওয়ারেন সিটির রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে বিশিষ্ট নারী সংগঠক ও নৃত্যশিল্পী শারমিন তানিমের নেতৃত্বে বিভিন্ন বয়সী এক ঝাঁক তরুণী আর গৃহিণীদের সমন্বয়ে গড়ে উঠা নারী ফ্লাট ফর্ম এর উদ্দ্যোগে আলোচনা সভা, আবৃত্তি, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব ও অ্যাওয়ার্ড প্রদানের মতো চমৎকার অনুষ্ঠানের আযোজন করা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী নারী ও শিশুদের সমাগম ঘটে। নারীরা বিশ্বনারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র নারী পুরুষের সমতা সিংহভাগ ফিরে আসায় স্বস্তি বোধের পাশাপাশি তাদের অধিকার আদায়ে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে একে অন্যেরসঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা ও আনন্দ উল্লাসে লিপ্ত হওয়া এবং গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে নারী জাগরণের চিত্র তুলে ধরা হয়।
এ সময় অপরূপ সৌন্দর্য্যে সজ্জিত হয়ে আসা নারীরা খানিকটা সময়ের জন্য হলেও হারিয়ে যান তাদের শৈশব, কৈশোর ও যৌবনসহ বিবাহিত জীবনের স্মৃতিময় দিনগুলোর বিশেষ বিশেষ ঘটনা প্রবাহ আর প্রেম ভালোবাসার মনি কোটায়।
অনুষ্ঠানে মিশিগানে কমিউনিটি, ব্যবসা, খবরাখবর প্রকাশ, সাহিত্য-সংস্কৃতিসহ নানা পর্যায়ে অবদান রাখায় ১০ নারী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়।
সংশ্লিষ্ট অনুষ্ঠানের সাফল্য সহায়তায় মিশিগানের অন্যতম বৃহৎ কালচারাল সংগঠনের মৃধা ফাউন্ডেশনের ভূমিকা ছিল অনস্বীকার্য। নারীদের নিয়ে আরো বৃহৎ পরিসরে এ রকম অনুষ্ঠান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ফ্লাটফর্মের কর্ণধার শারমিন তানিম জনকণ্ঠকে জানিয়েছেন।
এমএইচ