
বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (ম্যুরাল) কালিমা লেপন ঘটনার প্রতিবাদে রবিবার ১৯ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের আযোজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ |
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুব রাব্বি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ব্রিফিয়ে মূল বক্তব্য উপস্থাপন ও করণীয় সম্পর্কে বিশদ বক্তব্য তুলে ধরেন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও ডেমোক্রেটিক পার্টির নেতা ডক্টর রাব্বি আলম | এসময় অন্যদের বক্তব্য দেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সেক্রেটারি মোহাম্মদ মুত্তালিব,সাধারণ সম্পাদক ও রিয়েলেটর ব্যবসায়ী নুরুল হাসান পারভেজ ও অপরেশ বড়ুয়া সহ প্রমুখ।
ব্রিফিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালিমা লেপনের নিন্দা জানিয়ে রাব্বি আলম বলেন, মিশিগানে বাংলাদেশ ও বাঙালিদের হৃদয়ে ধারণ করা ভাষা ও স্বাধীনতার ইতিহাসকে নিকৃষ্টতম পন্থায় মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল ভেদাভেদ ভুলে এক্যবদ্ধ রাজনৈতিক ও সামাজিক শক্তির মাধ্যমে তা প্রতিহত করার আহবান জানান।
তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় ইতিমধ্যে তিনি সহ অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টে লিখিত আকারে আনুষ্ঠানিক জানানো হয়েছে |
এ সময় তারা পুলিশের কাছে বাংলাদেশের স্থপতি জাতির জনকের বর্ণাঢ্য রাজনৈতিক ও ৫২,৬৯,এবং ৭১ সালের নেতৃত্ব দেয়া তার সংগ্রামের পরিচিতি ও ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব ও পটভূমি তুলে ধরে জড়িতদের দ্রুত শনাক্তকরণ ও বিচারের আওতায় আনতে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকেও এ ব্যাপারে তদন্ত ও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বলেও জানানো হয় |
সেই সঙ্গে এন্যাক্কার জনক ঘটনাটি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিতে আনার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানানো হয়েছে |
বিষয়টি খতিয়ে দেখা ও ব্যবস্থা নিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এসআর