ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিলিপিন্সের পুলিশের কাছে রাইফেল বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৪১, ২ নভেম্বর ২০১৬

ফিলিপিন্সের পুলিশের কাছে রাইফেল বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের পুলিশের কাছে ২৬ হাজার এ্যাসল্ট রাইফেল বিক্রির পরিকল্পনা স্থগিত করেছে। দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে অস্ত্র বিক্রির পরিকল্পনা স্থগিত করা হয়। সোমবার সিনেট সহকারীরা রয়টার্সকে এ কথা বলেন। খবর গার্ডিয়ানের। সিনেট সহকারীরা বলেন, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ডেমোক্র্যাট দলীয় সিনেটর বেন কার্ডিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রের সঙ্গে লেনদেনের বিরোধিতা করবেন। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের বিতর্কিত মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেছে ওয়াশিংটন। এ সমালোচনায় দুতের্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। দুতের্তে বলেছেন, গত মাসে মাদকবিরোধী অভিযানের সময় অপরাধীদের মোকাবেলায় পুলিশ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের কারণে নিরীহ মানুষ ও শিশুদের ‘আনুষঙ্গিক ক্ষতি’ হয়েছে। আল-জাজিরার এক সাক্ষাতকারে দুতের্তে বন্দুকধারী এক সন্ত্রাসীকে ধাওয়া করা এম ১৬ রাইফেল ব্যবহারকারী এক পুলিশ অফিসারের দৃষ্টান্ত দেন। তারা যখন মুখোমুখি হন তখন তাদের মধ্যে গুলি বিনিময় হয়। কাশ্মীরের পাক-ভারত গুলি বিনিময়ে হত ১৩ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক গুলি বিনিময়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুইপক্ষের হিসাব অনুযায়ী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এসব মানুষ নিহত হয়েছেন। কাশ্মীরের তথাকথিত নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’পক্ষের এসব গোলাগুলিতে হাল্কা অস্ত্র থেকে কামান ও মর্টারের গোলা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সেনা শিবিরে সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর বদলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানায় ‘সার্জিক্যাল হামলা’ চালানো হয়েছে বলে দাবি করে ভারত। -ওয়েবসাইট আফগানিস্তানে ৩২ জঙ্গী নিহত আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ জঙ্গীকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আফগান পুলিশ এ অভিযান চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কুন্দুজ, লেহমান, ফারাহ, বাগিস, বাগলান, হেলমান্দ ও উরুজগান প্রদেশের বিভিন্ন অংশে এ অভিযান চালায় পুলিশ। এ সময় সাত সশস্ত্র জঙ্গী আহতও হয়েছে। বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য প্রাণহানি সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। এতে বলা হয়েছে, কয়েকটি প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে শত্রুদের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। ২ সেকেন্ডে ১৮৫ ডলার জরিমানা! ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়র্কশায়ারের একটি শপিংমলের পার্কিংয়ে মাত্র দুই সেকেন্ড দেরি হওয়ার অপরাধে লিজা নামের এক মহিলাকে ১৮৫ ডলার (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও গাড়িতে বসে ছেলের ন্যাপি পাল্টাচ্ছিলেন ঐ মহিলা। জরিমানা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে আদালতে মামলাও করেছে ওই শপিংমল কর্তৃপক্ষ।-লিডস টাইমস দুই মাথার হাঙর! স্পেনের একটি গবেষণাগারে মেডিক্যাল রিসার্চের জন্য সংরক্ষণ করা নমুনার ভেতরে বিজ্ঞানীরা প্রথমবারের মতো দুই মাথাওয়ালা একটি হাঙরের ভ্রƒণ দেখতে পেয়েছেন। ডিমপাড়া গেলেয়াস আটলান্টিকাস প্রজাতির এ হাঙর আটলান্টিকস টেইল ক্যাটসার্ক নামেও পরিচিত। মজার বিষয় হলো, এদের দুই মাথা, দুটি মস্তিষ্ক, দুটি মুখ ও দুটি করে চোখ, এমনকি তাদের দুটি হৃদপি- ও দুটি যকৃতও রয়েছে। কেবল একটি অন্ত্র ভাগ হয়ে দুই ফুলকার নিচে সংযুক্ত রয়েছে। -ওয়েবসাইট
×