ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাইরাল কনসার্ট মঞ্চের ভিডিও, আসলে নাচটি কার! 

প্রকাশিত: ১৫:৩৬, ৩০ এপ্রিল ২০২৪

ভাইরাল কনসার্ট মঞ্চের ভিডিও, আসলে নাচটি কার! 

কনসার্ট মঞ্চ

বেশ কিছুদিন ধরেই খুব ভাইরাল হয়েছে একটি কনসার্ট মঞ্চের ভিডিও। যেখানে দেখা যায় একজন নাচতে নাচতে বেরিয়ে আসে। 

সামাজিগ যোগাযোগ মাধ্যমে যে যার মত এডিট করে নিজের মুখ বসিয়ে দিচ্ছে একটি কনসার্টের ভিডিওতে। অল্প সময়েই বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।
 
সপ্তাহ দুয়েক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে উৎফুল্ল ভঙ্গিতে নাচের ঢংয়ে এক গায়ক মঞ্চে উঠছেন। ভিগল এআই নামে একটি ওয়েবসাইটে সহজেই বিখ্যাত ব্যক্তিদের ছবি জুড়ে দিয়ে মিম ভিডিও বানাচ্ছেন অনেকে।

তবে এই ভিডিওটি দেখার পর অনেকেরই প্রশ্ন আসল ভিডিওটি কার?

এটি আমেরিকার জনপ্রিয় র‍্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য। ২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’–এ গেয়েছিলেন তিনি; সেই মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়েছিল।


২০২২ সালের ২১ জুন লিল ইয়ার্টির ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ভিউ হু হু করে বাড়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিওটি ৫২ লাখ ৪২ হাজারের বেশিবার দেখা হয়েছে।

গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ২৬ বছর বয়সী ইয়ার্টি। ২০১৫ সালে প্রকাশিত তাঁর 'ওয়ান নাইট' গানটি শ্রোতৃমহলে আলোচিত হয়েছে।

শিলা 

×