ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্যবসায়িক ছুতোয় রাত-দিন মিম ও রাজের মাখামাখি

প্রকাশিত: ১৯:০০, ১১ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:০২, ১১ নভেম্বর ২০২২

ব্যবসায়িক ছুতোয় রাত-দিন মিম ও রাজের মাখামাখি

পরীমণি, শরিফুল ইসলাম রাজ ও মিম

বিয়ের খবর প্রকাশের পর থেকে সন্তান জন্মের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নিজেরদের ভালোবাসার গভীরতা প্রকাশ করতেন পরীমণি ও অভিনেতা রাজ। কিন্তু স্বামী শরিফুল ইসলাম রাজ অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। আর তা থেকেই বুঝা যাচ্ছে তাদের সংসারের নরবরে অবস্থা।

যার সঙ্গে রাজের প্রেমের গুঞ্জন তোলা হচ্ছে তিনি হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্যবসায়িক ছুতোয় রাত-দিন রাজের সঙ্গে মিমের মাখামাখি সংসারে ঝামেলা তৈরি করছে বলেও আজ শুক্রবার বিষয়টি জানান পরী।

শুক্রবার (১১ নভেম্বর) করা এক ফেসবুক পোস্টে পরীমণি নানা বিষয় তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম।’

পরীমণি বলেন, ‘এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

এমএইচ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার