ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:১০, ১২ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্মিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। সম্প্রতি তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, এটি কেবল বাংলাদেশে নয়, বিশ্বের জন্য একটি দলিল হয়ে থাকবে। কারণ বাঙালী জাতি সৃষ্টি হওয়ার পর থেকে তাদের কোন রাষ্ট্র ছিল না। বঙ্গবন্ধুর আগে অনেকেই বাঙালীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পেরেছিলেন একমাত্র বঙ্গবন্ধু। আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। বাংলাদেশের নিপীড়িত, লাঞ্ছিত মানুষের মুক্তির একমাত্র নায়ক বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর ওপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্ববহ। মঞ্চসারথি আতাউর রহমান বলেন, বঙ্গবন্ধু শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ইতিহাসের মহানায়ক। একজন মহানায়কের জীবনকর্ম একটি প্রামাণ্যচিত্রে ধারণ করা খুবই কঠিন কাজ। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বঙ্গবন্ধুর ওপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমান প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে। এ প্রামাণ্যচিত্রটিতে বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন, আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পুনর্ঘটনসহ ১৯৭৫এর ১৫ আগস্ট পর্যন্ত যথাসাধ্য ধারণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে এটি অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি প্রমুখ। প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে আরটিভির নিজস্ব অর্থায়নে। পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বকে এবং মুক্তিযুদ্ধের মতো বিশাল ঘটনাকে ২ ঘণ্টা ২৭ মিনিটের মধ্যে ধারণ করা একটি চ্যালেঞ্জের বিষয়। আমরা কতটুকু পেরেছি, সেটা বিচারের ভার আপনাদের ওপর। তবে আমরা বিশ্বস্ত থেকেছি ইতিহাসের প্রতি।
×