ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘তৃতীয় একজন’ নাটকের ২৫তম প্রদর্শনী

প্রকাশিত: ০৯:১৩, ৬ জানুয়ারি ২০২০

‘তৃতীয় একজন’ নাটকের ২৫তম প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ২০তম প্রযোজনা ‘তৃতীয় একজন’ নাটকের ২৫তম প্রদর্শনী হবে। এছাড়া কক্সবাজার থিয়েটারের আমন্ত্রণে ১২ জানুয়ারি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে নাটকটির ২৬তম প্রদর্শনী হবে। ‘তৃতীয় একজন’ নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকে অভিনয় করেন অনন্ত হিরা ও রওশন জান্নাত রুশনী। আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা আলি আহম্মেদ মুকুল, আবহসঙ্গীত পরিকল্পনা রামিজ রাজু, পোশাক পরিকল্পনা নূনা আফরোজ ও করিওগ্রাফি ইস্টের সুমি এবং প্রযোজনা সমন্বয়কারী খোরশেদুল আলম। ‘তৃতীয় একজন’ নাটকের কাহিনীতে দেখা যাবে সামীর বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের অধ্যাপক আর সামীরের স্ত্রী তুলি শিক্ষিতা তথাপি শুধুই গৃহিণী। একাকী, নিঃসঙ্গ এক নারী। যে তুলি এক সময় তুখোড় নাচত ডক্টরেট করে নিজের ক্যারীয়ার করার স্বপ্ন দেখত, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে খুবই লোভনীয় চাকরি পেয়েও সামীরের প্যাসিভ আপত্তির কারণে চাকরি করা থেকে বিরত থেকেছে। সেই তুলি যখন স্বামীর সংসারে চার দেয়ালে বন্দী এক অস্তিত্বহীন সত্তা হয়ে কেবলই ডানা ঝাঁপটাতে থাকে তখন সামীর ব্যস্ত নিজের ক্যারিয়ার আর লেখক হিসেবে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা গড়ে তোলার রেস এ। ‘তৃতীয় একজন’ নাটকের গল্প হচ্ছে সামীরের ব্যস্ততা এবং তুলির নিঃসঙ্গ একাকী জীবনের ভেতর তৃতীয় একজনের ঢুকে পড়ার গল্প। সেই তৃতীয় একজনের নাম বিবেক। সে আবার তুলির পূর্ব পরিচিত। এই তৃতীয় একজন তুলির সঙ্গে একসময় একই গুরুর কাছে নাচ শিখত, তুলিকে খুবই পছন্দ করত-তুলি ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে স্বপ্ন দেখত এবং সেই তৃতীয় একজন তুলির নাচ ছেড়ে দেয়ার কারণে ভীষণভাবে কষ্টও পেয়েছিল। সেই তৃতীয় একজন একদিন হঠাৎ করেই উপস্থিত হয় তুলির বাসায় সামীরের অনুপস্থিতিতে এবং তারপর থেকে প্রায় প্রতিনিয়তই আসতে থাকে। তুলির নিঃসঙ্গ একাকী গুমোট অন্ধকার জীবনে তৃতীয় একজন হঠাৎ করে উড়ে আসা একটা জোনাকী। অজানা অচেনা একজনের টেলিফোন বার্তার মাধ্যমে তুলির স্বামী সামীর সে কথা জানতে পেরে ছুটে যায় বাসায়। তৃতীয় একজনকে পায় না তবে তৃতীয় একজনের ফেলে রেখে যাওয়া একটি কোট আবিষ্কার করে ড্রইং রুমের সোফার উপর থেকে। ভেঙ্গে যায় সামীরের এতদিনের বিশ্বাস, ভালবাসা, বন্ধন, নষ্ট হয়ে যায় সামীরের ভেতরের ইনোসেন্টটা। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে নাটকীয় পরিনতির দিকে। মানুষত মূলত একা, দুজন নিঃসঙ্গ একাকী মানুষের জীবনে তৃতীয় একজন মানুষের আবির্ভাবের ফলে সৃষ্ট এক তীব্র জটিল নাটকীয়তার নাটক ‘তৃতীয় একজন’।
×