ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র আবার ভাল অবস্থানে ফিরবে ॥ অপূর্ব রানা

প্রকাশিত: ০৯:০৮, ১৫ জুলাই ২০১৯

 চলচ্চিত্র আবার ভাল অবস্থানে ফিরবে ॥ অপূর্ব রানা

সংস্কৃতি ডেস্ক ॥ চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা। এরই মধ্যে তার পরিচালিত ১৬টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে তার দুটি চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ। নির্মাণধীন অন্য আরেকটি চলচ্চিত্রের এক তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া আরও নতুন দুটি চলচ্চিত্রের কাজ অচিরেই শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা। বর্তমান ব্যস্ততা ও চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গুণী এই নির্মাতা। বিশেষ করে নির্মাণাধীন দুটি চলচ্চিত্র প্রসঙ্গে অপূর্ব রানা বলেন, এখন কাজ করছি ‘দরদ’ ও ‘সংসার’ নামের দুটি চলচ্চিত্রের কাজ করছি। এর মধ্যে ‘সংসার’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষ। এখন শুধু এর চারটি গানের শূটিং বাকি। পারিবারিক টানাপোড়েনের গল্পে এটি বানাচ্ছি। এতে অভিনয় করছেন- সাইমন, শাহরিয়ার, নিঝুম রুবিনা, নওরীন, আলীরাজ প্রমুখ। আর মা’র গল্পে নির্মাণ করছি ‘দরদ’। এরই মধ্যে পুবাইল ও ঢাকার কাপ্তাইয়ে এর কিছু অংশের শূটিং করেছি। এতে অভিনয় করছেন- সালমান, মৌমিতা, শিরিন শিলা, অমিত হাসান প্রমুখ। এছাড়া আরও নতুন দুটি চলচ্চিত্রের চিত্রনাট্যের কাজ সম্পন্ন। নামও চূড়ান্ত। একটি ‘হাওরের জোসনা’ ও অপরটি ‘এক রাতের জন্য’। এখন চলছে শিল্পী নির্বাচনের কাজ। শিল্পী নির্বাচনের পরই শূটিংয়ে যাব। এই সিনেমা দুটি নিয়ে বৃহৎ পরিকল্পনা রয়েছে। মানে সিনেমা দুটির মাধ্যমে ভিন্ন কিছুই চলচ্চিত্রপ্রেমীদের উপহার দেব।এখন তো খুব মন্দ সময় যাচ্ছে চলচ্চিত্র শিল্পের। এই অবস্থা আর কতদিন? আর চলচ্চিত্রের আগামী দিনের সম্ভবনা কী? এ প্রসঙ্গে অপূর্ব রানা বলেন, এখন খারাপ সময় যাচ্ছে। তবে এই অবস্থা বেশিদিন থাকবে না। বছর দেড়েকের মধ্যেই চলচ্চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারী বিভিন্ন পদক্ষেপের আশ্বাস পাচ্ছি। এছাড়া বিভিন্ন মাল্টিমিডিয়া কোম্পানি এখন চলচ্চিত্রের দিকে ঝুঁকছে। আমি মনে করি, সরকারী অনুদানে ১০টি আর এমনিতেই ১০টি মিলিয়ে বছরে ২০টি চলচ্চিত্র নির্মিত হোক। আর প্রতিটা জেলা শহরে উন্নতমানের সিনেমা হল নির্মাণের পরই চলচ্চিত্রের পরিবর্তনের বিষয়টি সবাই টের পাবে। বলে রাখি, সেইদিন আর বেশি দূরে নয়।ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার কথা বলছিলেন। এ বছর কী হচ্ছে? এ বিষয়ে অপূর্ব রানা বলেন, হ্যাঁ, হচ্ছে তো অবশ্যই। চলতি মাসের শেষের দিকে নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’র রেজিস্ট্রেশন শুরু হবে। প্রত্যেকটা বিভাগীয় শহরের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হবে। এ বিষয়ে বিস্তারিত বলতে আরও কিছুদিন সময় লাগবে। আশাকরি এর মাধ্যমে ভাল কিছু শিল্পী পাব। শিল্পী সঙ্কট সমস্যার সমাধান হবে। এককথায়, চলচ্চিত্রে সব সমস্যারই সমাধান হবে। এরজন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আশাকরি শিল্পী সঙ্কট সমাধানে এ উদ্যোগ ফলপ্রসু হবে।
×