ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রিফাত কান্তি সেন

শিল্প স্রষ্টা গিরিশ কারনাড

প্রকাশিত: ১০:৩৯, ১৩ জুন ২০১৯

 শিল্প স্রষ্টা গিরিশ কারনাড

হিসাবটা যদি সাড়ে চার দশক ধরি তাহলেও ভুল হবে তার মানে বোঝাই যায় সাড়ে চার বছরেরও বেশি সময় নাট্যচর্চা করা গিরিশ কারনাডের জীবনাবসান। লিখেছেন বহু নাটক। শুধু হিন্দীতে নয় লিখেছেন কয়েক ভাষায় নাটক। পরিচালক হিসেবেও তার ছিল বেশ কদর। কারনাড ১৯৭০ সালে ‘সস্কার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। পরিচালক হিসেবে নিজের নাম লেখান ‘বংশবৃক্ষ’ ছবির মাধ্যমে। ১৯৭১ সালে কন্নড় ছবিটি করে বেশ আলোচিত হয়ে উঠেন তিনি। সবচেয়ে বড় কথা হলো এ ছবিটির মাধ্যমেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৬-৮৭ সালের দিকে ‘মালগুড়ি’ টিভি ধারাবাহিকে অভিনয় করে কাঁপিয়েছেন ছোট পর্দা ও। অর্জনে ভরপুর ছিল তার জীবন, পেয়েছেন পদ্মশ্রী,পদ্মভূষণ ও জ্ঞানপীঠ সম্মান। গিরিশ কারনাড ১৯৩৮ সালের ১৯ মে মহারাষ্ট্রের মাথেরানে জন্মগ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। বর্ণাঢ্য তার শিক্ষা জীবন ও। অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ে তিনি রাজনীতি এবং অর্থনীতি নিয়ে লেখাপড়া করেন। বার্তা সংস্থ্যা এএনআই এক টুইট বার্তায় জানান ১০ জুন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিরিশ। তাঁর লেখায় শুধু যে ছবির গল্প ভেসে উঠত তা নয়, সমাজের অনেক সমস্যা তুলে ধরেছেন তার লেখায়। বিতর্ক শতবার নাটকে মাথাচাড়া দিয়েছে। এমনকি মৃত্যুর হুমকি ও দেয়া হয় তাকে। তবু তিনি পিছপা হননি। বাংলাদেশে ও তার বেশক’টি নাটক মঞ্চয়িত হয়েছে। হাল আমলের জনপ্রিয় বেশ কিছু ছবিতে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেমন ‘এক থা টাইগার’ যেটি কিনা ২০১২ সালে ভক্তদের হৃদয় কেড়েনিয়েছিল। ২০১৭ সালের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে গিরিশ কারনাডের অভিনয়ে দর্শক মহলে হৈচৈ পড়ে যায়। চিরকাল ভক্ত হৃদয়ে কারনাড থাকবেন এমনটাই বিশ্বাস তাঁর অন্ধভক্তকুলের। তাঁর মৃত্যুতে এখন বলিউডে শোকের ছায়া। বলিউড হারাল এক হীরের টুকরোকে। যিনি কিনা একাধারে লেখক, অভিনেতা, পরিচালক। যুগ যুগ ধরে তার কীর্তি স্মরণ করবে বলিউড পরিবার।
×