ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিশু একাডেমিতে নজরুল প্রয়াণ দিবসের আয়োজন

প্রকাশিত: ০৪:১৫, ২ সেপ্টেম্বর ২০১৮

 শিশু একাডেমিতে নজরুল প্রয়াণ দিবসের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ও দেশ বরেণ্য নজরুল গবেষক রফিকুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশু সাহিত্যিক আনজীর লিটন। জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষক রফিকুল ইসলাম বলেন, কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় যে ‘গ্রহ-তারা ছাড়ি’ যাওয়ার কথা বলেছিলেন তা এখন বাস্তবায়িত হচ্ছে। প্রতিভাবান মানুষেরা এভাবেই ভবিষ্যত বাণী করতে পারেন। সম্মানিত সচিব নাছিমা বেগম এনডিসি তার বক্তব্যে বলেন, ‘কবির লেখনী এতই বাস্তবসম্মত আর জীবন্ত যে মনে হয় যেন তিনি আজও বেঁচে আছেন। তাঁর প্রতিটি গান, কবিতা সকল বয়সের মানুষের হৃদয় ছুঁয়ে যায়’। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পী ও প্রশিক্ষণার্থীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।
×