ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে ‘মৈত্রী সম্মাননা’ পেলেন কণ্ঠশিল্পী শাওন চৌধুরী

প্রকাশিত: ০৭:১২, ৩ জুলাই ২০১৮

ভারতে ‘মৈত্রী সম্মাননা’ পেলেন কণ্ঠশিল্পী শাওন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মৈত্রী উৎসবে ‘মৈত্রী সম্মাননা-২০১৮’ পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী শাওন চৌধুরী। কলকাতার সৃজন বার্তা প্রতি বছর এ মৈত্রী উৎসবের আয়োজন করে থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. ত্রিগুণা সেন মঞ্চে সম্প্রতি মৈত্রী উৎসবটি অনুষ্ঠিত হয়। মৈত্রী উৎসবে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুতমন্ত্রী শ্রী শোভন চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে কেবল শাওন চৌধুরীই এ বছর মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন করেছেন। এ প্রসঙ্গে শাওন চৌধুরী বলেন, এ পুরস্কারটি আমার কাছে অভাবনীয় ছিল। তাই আনন্দটা একটু ভিন্নরকম। এই সম্মাননা প্রদানের সঙ্গে ভারত এবং বাংলাদেশের যারা সম্পৃক্ত তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রসঙ্গত ১৯৭৩ সালে সঙ্গীতে শাওন চৌধুরীর হাতেখড়ি হয়। তিনি শুদ্ধধারার একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রে নিয়মিত সঙ্গীত পরিবেশনের পাশাপাশি এ পর্যন্ত তার ১৩টি মিউজিক এ্যালবাম প্রকাশ হয়েছে, যার মধ্যে ৪টি ভারত থেকে প্রকাশ হয়। দেশ ও বিদেশে তার গানের এ্যালবামগুলো সমাদৃত হয়েছে।
×