ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গায়ক আসিফের জামিনের আবেদন প্রত্যাহার

প্রকাশিত: ০২:৪০, ১০ জুন ২০১৮

গায়ক আসিফের জামিনের আবেদন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি আইনে গায়ক আসিফের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের আবেদন প্রত্যাহার করেছেন তার আইনজীবীরা। রবিবার (১০ জুন) ঢাকা মহানগর হাকিম বিচারক আমিরুল হায়দারের আদালতে সাড়ে ১১টায় জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আসিফের আইনজীবীরা আবেদনটি প্রত্যাহার করে নেন। আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম এ তথ্য জানিয়েছেন। কী কারণে আসিফের আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহার করেছেন তা জানা যায়নি। তেজগাঁও থানায় সংগীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় গত ৫ জুন দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে গ্রেফতার করে। এর পরদিন ৬ জুন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তার জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
×