ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১২, ২৯ মার্চ ২০১৮

টুকরো খবর

বিয়ের পিঁড়িতে জোলি হলিউডে এখন একটাই খবর ঘুরপাক খাচ্ছে, এ্যাঞ্জেলিনা জোলির বিয়ে। ফের নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলিকে নিয়ে নানা খবর চাউর হয়েছিল হলিপাড়ায়। এবার সব গুঞ্জন থামিয়ে চতুর্থবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে এবার আর কোন অভিনেতা নয় জোলির চতুর্থ বর হতে চলেছেন এক ব্রিটিশ বিলিওনিয়ার। অপেক্ষায় ছিলেন অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া কাগজে-কলমে সম্পন্ন হওয়ার। এ বছর সব হিসাব চুকিয়ে আইনগতভাবে বিচ্ছেদ হচ্ছে জোলি ও পিটের। তাই হলিউড অভিনেত্রী জোলি আবার নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা শুরু করেছেন। জোলির এই বিয়ের খবর লাইফ এ্যান্ড স্টাইল ম্যাগাজিনকে জানান শিল্পীর কাছের এক বন্ধু। বিয়ের পরিকল্পনার ছোট ছোট বিষয়ও ওই বন্ধু ম্যাগাজিনের কাছে খোলাসা করেন। জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতেই হতে পারে বিয়ে। অন্যদিকে ছেলে ম্যাডক্স খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায় এই বিয়েতে। তাই সে বিয়ের আংটি নিয়ে আসবে বর ও কনের সামনে। হবু বরের সঙ্গে পরিচয়টাই হয়েছিল জোলির স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য। এই ব্রিটিশ বিলিওনিয়ারও নাকি জোলির মতোই রিফিউজিদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে। জোলি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিয়ের পর লন্ডনেই ছেলে-মেয়েদের নিয়ে পাকাপাকিভাবে থাকতে চান তিনি। বলিউডের হালের ক্রেজ অভিনেতাদের মধ্যে একজন রণবীর সিং। একের পর এক রোমান্টিক ছবি উপহার দিয়ে চলেছেন এ অভিনেতা। বাজিরাও মাস্তানি, বেফিকর ও পদ্মাবত সিনেমায়ও করেছেন বাজিমাত। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘পদ্মাবত’, এই ছবিতে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন রণবীর। খবরে শোনা যাচ্ছে বক্স অফিসে ব্যাপক সারা ফেলার পরে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ড্যাশিং এই অভিনেতা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং। এরই মধ্যে আয়োজকদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। ‘আইপিএল ২০১৮’ শুরু হচ্ছে। আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। জানা গেছে, এ অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ানসহ অনেকে। আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য এ উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। পারফর্মার হিসেবে রণবীরের সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাঁর হাতে রয়েছে ‘সিম্বা’, ‘গুল্লিবয়’-এর মতো একাধিক ছবি। কিন্তু তা বলে ১৫ মিনিটে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক! স্বভাবতই গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। কানে সেলফি নিষিদ্ধ! বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। বেশ ঘটা করে পালন করা হয় জাঁকজমকপূর্ণ এই উৎসবটি। চলচ্চিত্র তারকারের শাটারবন্দী করতে যেমন ব্যস্ত হয়ে ওঠে সাংবাদিকদের ক্যামেরা। তেমনই নিজের সঙ্গে প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে স্মৃতিবন্দী করতে তোলা হয় সারে সারে সেলফি। তবে খারাপ সংবাদ হলো এবারের কান উৎসবের লাল গালিচায় সেলফি নিষিদ্ধ করা হয়েছে। ছবির প্রিমিয়ারের আগে অনাকাক্সিক্ষত বিশৃঙ্খলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। এর আগে এই উৎসবের লালগালিচায় হিল জুতা বাধ্যতামূলক করায় অনেক সমালোচনা হয়েছিল। কান চলচ্চিত্র উৎসব প্রধান থিয়েরি ফারমুর কাছে সেলফি বরাবরই অপছন্দের। সেলফিকে তিনি মনে করেন ‘অদ্ভুত আর ভীতিকর’। এ জন্য এবার ৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় তিনি সেলফি নিষিদ্ধ করেছেন। গতকাল শুক্রবার ফরাসী একটি সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। অবশ্য এর আগে ২০১৫ সালে সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন থিয়েরি। থিয়েরি মনে করেন, সেলফি একটি ব্যাধি। আর কান চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বের একটি সম্মানজনক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সেলফির মতো তুচ্ছ জিনিস উৎসবের মান ম্লান করে দেয়। অবশ্য ২০১৫ সালে ৬৮তম কান চলচ্চিত্র উৎসব শুরুর আগে তিনি বলেছিলেন, সেলফি তুলতে বাধা নেই। উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভালে সাধারণ মানুষ খুব বেশি সেলফি নেন না। হলিউড স্টাররাই সেখানে সেলফি নিতে ব্যস্ত থাকেন। অনেক সময়ই তাঁদের একে অপরের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। অনেক সময় ফ্যানেদের সঙ্গেও সেলফি তোলেন তাঁরা। সেই কারণে প্রায়ই ভিড় জমে যায় লাল গালিচায়।
×