ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিল্পী ঐক্যজোটের সম্মেলন ও নৌবিহার

প্রকাশিত: ০৬:৪৮, ২২ মার্চ ২০১৮

শিল্পী ঐক্যজোটের সম্মেলন ও নৌবিহার

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শুক্রবার শিল্পী ঐক্যজোটের সম্মেলন ও নৌবিহার অনুষ্ঠিত হবে। এ আয়োজন সুসম্পন্ন করার লক্ষ্যে শিহাব রিফাত আলমকে আহ্বায়ক এবং নাট্য নির্মাতা জিএম সৈকতকে সদস্য সচিব করে একটি নৌবিহার ও সম্মেলন বাস্তবায়ন কমিটি করা হয়েছে। এ প্রসঙ্গে কমিটির আহ্বায়ক শিহাব রিফাত আলম বলেন, শুক্রবার সদরঘাট থেকে সুন্দরবন পর্যন্ত যাত্রা করা নৌবিহারে মূলত শিল্পীদের মিলন মেলার মাধ্যমে মানবতার জয়ের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করা হবে। এদিন সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিও ঘোষণা করা হবে। আমরা আশা করছি ভাল একটি আয়োজন হবে। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ মার্চ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, বেতার ও মঞ্চ শিল্পী-কলাকুশলীদের সংগঠন শিল্পী ঐক্যজোট প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও অসুস্থ শিল্পীদের কল্যাণের পাশাপাশি নতুন শিল্পী তৈরিতে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের শিল্পীদের ঐক্যবদ্ধ করে তাদের সঠিক মূল্যায়ন করাই এই সংগঠনের কাজ বলে জানান সংগঠনের সভাপতি ডিএ তায়েব। এই সংগঠনের বর্তমানে ৪৩ জেলা, ২২ উপজেলা, ৭ ইউনিয়ন ও ১টি বিভাগীয় শাখা রয়েছে। জোটের সাধারণ সম্পাদক জিএম সৈকত বলেন, জাতীয় পর্যায়সহ সব শিল্পীকে সম্মান, মর্যাদা এবং অধিকার আদায়ের মাধ্যমে জোটকে গতিশীল করা সম্মেলনের মূল লক্ষ্য।
×