ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলায় যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ০৪:১৪, ৫ মার্চ ২০১৮

মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলায় যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের নিন্দা ও প্রতিবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল ধারার জননন্দিত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর নগ্ন হামলা ও তার প্রাণনাশের চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। আজ সকাল ১১টায় সংগঠনের শান্তিনগর চামেলীবাগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শতাধিক যাত্রাশিল্পী কুশলী এই সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরিষদের সভাপতি মিলন কান্তি দে’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, এম আলম লাবলু, মুক্তিযোদ্ধা আব্দুল হক, ইকবাল হোসেন, অলিউল্লাহ অলি, গোলাম আজম, মণিমালা, বেগম তপতী, জাকির হোসেন, মোজাম্মেল হক, আব্দুর রশিদ প্রমুখ শিল্পীরা। সভাপতি মিলন কান্তি দে বলেন, ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর অতর্কিত এই পৈশাচিক আক্রমণ গোটা জাতিকে হতবাক করে দিয়েছে। এই দেশপ্রেমিক শ্রেষ্ঠ সন্তানদের রক্ষা করার জন্য রাজনীতির কোলাহল ও বিদ্বেষের হলাহল ছেড়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। -বিজ্ঞপ্তি
×