ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমাদের নায়ক সঙ্কট রয়েছে -মিম

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আমাদের নায়ক সঙ্কট রয়েছে -মিম

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় সুন্দরী চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। শোবিজে প্রবেশের পর মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে বেশ আলোচিত হয়েছেন তিনি। বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর নিয়মিত অভিনয় করছেন টিভি নাটক আর চলচ্চিত্রে। তবে বর্তমান সময়টা টিভিতে নয়, চলচ্চিত্রের কাজে বেশি ব্যয় করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জোনাকীর আলো’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন আলো বয়ে এনেছে। বিশ্ব ভালবাসা উপলক্ষে আগামী কাল দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খাঁনের সঙ্গে দ্বিতীয় ছবি আমি নেতা হব। ছবি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আনন্দকণ্ঠের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন রুহুল আমিন ভূঁইয়া আনন্দকণ্ঠ : আমি নেতা হব ছবিটি প্রসঙ্গে বলুন? বিদ্যা সিনহা মিম : ছবিতে আমাকে দেখা যাবে বার ড্যান্সের হিসেবে। আমার নাম সুন্দরী। এ মাধ্যমেই শাকিবের সঙ্গে পরিচয় হয়। তারপর গল্প সামনের দিকে এগিয়ে যায়। বাকিটা জানতে হলে এসে ছবিটি দেখতে হবে। আনন্দকণ্ঠ : নয় বছর পর শাকিব খাঁনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন। এই দীর্ঘ বিরতির পর দর্শক প্রত্যাশা কেমন আশা করছেন? বিদ্যা সিনহা মিম : খুবই ভাল। গান প্রকাশের পর দর্শকদের রেসপন্স খুব ভাল দেখা গেছে। দর্শকরা খুবই পছন্দ করছে গান। দুটি গান বেশি পছন্দ করছে। লাল লিপস্টিক ও চুম্মা প্রকাশের পর সবাই প্রশংসা করছেন। দর্শক প্রতিক্রিয়া খুবই ভাল। গানগুলো খুবই হিট হয়েছে। আশা করি দর্শকদের একটা আগ্রহ আছে যে, তারা নতুন কিছু পেতে যাচ্ছে। শাকিব এর সঙ্গে প্রথম ছবি ব্যবসায়িকভাবে সফল ছিল। এটি আমাদের জুটির দ্বিতীয় ছবি। দীর্ঘ একটা সময় পর দর্শক আমাদের দেখতে পাবেন পর্দায়। আশা করি দর্শক আমাদের জুটিকে আগের মতোই গ্রহণ করবেন। আনন্দকণ্ঠ : আপনাদের রসায়নটা কেমন ছিল? বিদ্যা সিনহা মিম : আমাদের রসায়ন খুব ভাল ছিল। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে রসায়ন কেমন ছিল বুঝতে পারবে। আনন্দকণ্ঠ : ছোটপর্দা কি একেবারে ছেড়ে দিয়েছেন? বিদ্যা সিনহা মিম : না ছেড়ে দেইনি। বড়পর্দার ব্যস্ততার জন্য এখন কাজ করছি না। বড়পর্দার ব্যস্ততা কমলে ছোটপর্দায় ফের কাজ করব। আনন্দকণ্ঠ : কলকাতা ও ঢাকা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন। কোন জায়গার কাজের কোয়ালিটি এবং কাজের প্রতি ডেডিকেশন বেশি থাকে? বিদ্যা সিনহা মিম : দুই জায়গাতেই আমার কাছে মনে হয়। তবে সেটা নির্ভর করে ডিরেক্টরের ওপর। কোন ডিরেক্টর কাজ করছে। ‘বাংলাদেশের ছবি এখন কিন্তু ভালর দিকে এগোচ্ছে। আনন্দকণ্ঠ : বাংলাদেশে আর্টিস্ট সঙ্কট রয়েছে এমন একটি অভিযোগও আজকাল শোনা যায়। এ কথার বিপরীতে আপনি কী বলেন? বিদ্যা সিনহা মিম : ‘আমি কিন্তু তা মনে করি না। আমাদের এখানে আর্টিস্ট কম, এটা নয়। আমি মনে করি মেকার কম। আর্টিস্টদের ভেঙেচুরে গড়ে নেবে এমন মানুষ কম। তবে হ্যাঁ আমাদের এখানে হিরো কম আছে। আরও অনেক হিরো দরকার। হিরোইন অনেক আছে। অন্যান্য দেশে অনেক হিরো আছে। কিন্তু আমাদের এখানে নেই। শাকিব খাঁনের মতো আরও অনেক হিরো প্রয়োজন। আনন্দকণ্ঠ : ছবিটি নিয়ে দর্শকদের উদ্দেশ্য কি বলবেন? বিদ্যা সিনহা মিম : নতুন ছবি আসছে আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখুন। নতুন কিছু পেতে যাচ্ছেন। বেশি বেশি বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন।
×