ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আলোচনায় তৌকীর আহমেদের ‘হালদা’

প্রকাশিত: ০১:৩৩, ৯ ডিসেম্বর ২০১৭

আলোচনায় তৌকীর আহমেদের ‘হালদা’

স্টাফ রিপোর্টার ॥ তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রটি গত ১ ডিসেম্বর দেশের ৮২টি হলে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই চলচ্চিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। মুক্তির পরও সগৌরবে দেশের বিভিন্ন হলে চলছে চলচ্চিত্র। ইতোমধ্যে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে চলচ্চিত্র। বিশেষ করে চলচ্চিত্রের গল্প বাছাই, চিত্রনাট্য, সংলাপ ও নির্মাণের মুন্সিয়ানার জন্য তৌকির আহমেদের প্রশংসা করেন। এছাড়া তারা চলচ্চিত্রের অভিনয়শিল্পী জাহিদ হাসান, তিশা ও মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়েরও প্রশংসা করেন। নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞতনামা’ চলচ্চিত্রটি গেল বছর ঢাকাসহ সারাদেশে মাত্র নয়টি হলে মুক্তি পেয়েছিল। ওই চলচ্চিত্রটি প্রশংসিত হলেও কম হলে মুক্তি পাওয়ায় দর্শকরা ঠিকমতো উপভোগ করতে পারেনি। তবে ‘হালদা’র ক্ষেত্রে তেমনটা হয়নি। তৌকির আহমেদের এ চলচ্চিত্রটি সারাদেশে বিভিন্ন হলে উল্লেখ্যযোগ্য সংখ্যক দর্শক দেখেছেন। ‘হালদা’ পরিবেশনা করছে ‘দ্য অভি কথাচিত্র’। প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, প্রথম পর্যায়ে ‘৮২টি হলে চলচ্চিত্রটি মুক্তি পেলেও আশা করছি, আগামী সপ্তাহে আরও কিছু হলে মুক্তি পাবে। তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লে¬ক্স, যমুনার ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, বলাকা, মধুমিতা, রাজমনি, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটরিয়াম, রানীমহল, গীত, পুনম ইত্যাদি হলে মুক্তি পেয়েছে ‘হালদা’। তিনি বলেন, আর ঢাকার বাইরে আমরা বেছে বেছে হল দিয়েছি। যেখানে চলচ্চিত্রটি দর্শকরা ভালমতো দেখতে পারবেন সেখানেই দিচ্ছি। নইলে গড়পড়তায় হল দিলে ১০০’র বেশি হলে দেয়া যেত। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প চলচ্চিত্রে আবর্তিত হয়েছে । ‘হালদা’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। এদিকে ‘দ্য অভি কথাচিত্র’ সুত্রে জানা গেছে দেশের বিভিন্ন হলে সাফল্যের পর এবার চলচ্চিত্র দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। আগামীকাল ৮ ডিসেম্বর আমেরিকার ১১টি হলে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে চলচ্চিত্র বিশ্বের আরও কয়েকটি দেশে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
×