ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ০৩:৪৩, ৮ আগস্ট ২০১৭

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আহ্বায়ক কমিটি

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনে কার্যনির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সুলতান সেলিমকে আহ্বায়ক এবং এমএ মজিদকে সদস্য সচিব করে যে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে, গতকাল সোমবার তার রদবদল করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির সিদ্ধান্তক্রমে এর আগে সদস্য সচিব হিসেবে মনোনীত এমএ মজিদকে অব্যাহতি দেয়া হয়। পুনঃগঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক সুলতান সেলিম, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম দুলাল, টিএইচ আজাদ কালাম, সদস্য সচিব এমএ মান্নান, সদস্য স্বপন পান্ডে, আলী আজগর, মাসুদ-উল-হক বাচ্চু, এমএ সাঈদ, এসএম শফি, এম আলম লাভলু, কুতুব-উল-আলম শাহীন, ফরিদ খান, শাহ্ মোহাম্মদ আলী, আলমগীর হোসেন হানিফ, বাবুল শেখ। আহ্বায়ক কমিটির সিদ্ধান্তক্রমে যাত্রাশিল্পের অনুমতি সমস্যাসহ বিভিন্ন সঙ্কট মোকাবেলায় চলতি মাসের ১২, ১৭, ২০, ২৫ তারিখে যথাক্রমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনায় বিভাগীয় যাত্রাশিল্প সমাবেশ অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত যাত্রা উন্নয়ন পরিষদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশেষ অতিথি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারজ্জামান ও বিশিষ্ট সাংবাদিক রেজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক কার্যকরী সভাপতি সুলতান সেলিম। সম্মেলন উপলক্ষে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন- সাবেক সভাপতি মিলন কান্তি দে। সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম।
×