ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়ান্ডার ওম্যান

গসিপ

প্রকাশিত: ০৫:১০, ৮ জুন ২০১৭

গসিপ

ওয়ান্ডার ওম্যান। নামেই যার বিস্ময় তার কর্মকাণ্ড কেমন হতে পারে আঁচ করা যায়। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে দেখা গেছে তার কিছু ঝলক। এবার পৃথিবীকে বাঁচাতে আমাজনের রাজকন্যা ওয়ান্ডার ওম্যান-এর বেশে হাজির হচ্ছেন। তিনি ইসরাইলী সুন্দরী গ্যাল গ্যাডট। ছবির ট্রেইলারে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন গোটা সুপারহিরো সিনেমা জগতকেই। বহুল আলোচিত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি গত ২ জুন সারাবিশ্বে মুক্তি পায়। প্যাটি জেনকিনস পরিচালিত ছবিটি ইতোমধ্যেই বক্স অফিসের রেকর্ড ভেঙ্গে দিয়েছে। নারী পরিচালক হিসেবে সফলতা অর্জন করলেন প্যাটি জেনকিনস। ডিসি কমিক চরিত্র নিয়ে নির্মিত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি প্রযোজনা করেছেন দ্য ওয়ারনার ব্রোস ও ডিসি ফিল্মস। মুক্তির প্রথমেই ২২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি। একজন নারী নির্মাতার ছবি হিসেবে রেকর্ড পরিমাণ আয় করেছে ‘ওয়ান্ডার ওম্যান।’ অভিনেত্রী গ্যাল গ্যাডট ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে নাম ভূমিকায় দর্শকদের সামনে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন ক্রিস পাইন, কনি নিয়েলসেন, রবিন রাইট, লুসি ডেভিসসহ অনেকে। ছবির ট্রেইলারে দেখা যায় মার্কিনী এক বৈমানিক স্টিভ ট্রেভরকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে আমাজনের রাজকন্যা ডায়ানা। স্টিভের কাছ থেকেই সে জানতে পারে বাস্তবের দুনিয়া আক্রান্ত হয়েছে বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। নারীদের রাজত্বের আমাজন থেকে বের হয়ে ডায়ানা তাই সিদ্ধান্ত নেয় পুরুষতান্ত্রিক পৃথিবীকে বাঁচানোর। যেখানে পদে পদে পুরুষের সঙ্গে লড়েই নিজের অতিমানবীয় শক্তির জানান দিতে হয় তাকে। ট্রেইলারের পুরোটা ‘ওয়ারিয়র প্রিন্সেস’ ডায়ানাকে দেখা গেছে তার সোনালী রজ্জু, রুপালি ঢাল আর ধারাল তরবারি দিয়ে একের পর এক শত্রুকে পরাস্ত করতে। লাস্যময়ী গ্যাল গ্যাডট এ্যাকশন অবতারে কেমন করবেন- এ নিয়ে সন্দেহ করেছিলেন অনেকেই। কিন্তু ২০ বছর বয়সেই সামরিক বাহিনীতে যোগ দেয়া এই অভিনেত্রী প্রতিটি দৃশ্যে প্রমাণ করেছেন, রূপের পাশাপাশি শক্তিরও অনেক বড় আধার তিনি। কিন্তু বিস্ময় কর কথা হলো এই সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী গাল গ্যাটো ইসরাইলী হওয়াতে লেবাননে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিনামাকে। এই সিনেমা লেবাননে প্রচার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রণালয়। আবার আসছেন অ্যাশ শেষবার বড় পর্দায় করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এরপর বিভিন্ন চিত্রনাট্য পড়েছেন নায়িকা। কিন্তু পছন্দমতো চরিত্র পাননি। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি ‘ফ্যানি খান’-এ অভিনয় করবেন বচ্চনবধূ। গত বছর শিরোনামে এসেছিল ছবিটি। অনিল কাপুর শেয়ার করেছিলেন ছবিটির ফার্স্ট লুক। রাকেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতুল মাঞ্জরেকর। এটি তার ডেবিউ ছবি। এ বছরের শেষের দিকে শূটিং শুরু হবে বলে জানা গেছে। কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা মাতিয়ে এসেছেন এই সাবেক বিশ্ব সুন্দরী। অন্যান্যবার কানে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হলেও এবারে তার সঙ্গী হয়েছিল কন্যা আরাধ্য। এবারের সফরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে সাবলীল ভঙ্গিতে দাঁড়িয়ে মায়ের পাশাপাশি দৃষ্টি কেড়েছে ছোট্ট আরাধ্যও। এ ব্যাপারে অ্যাশ বলেন, ‘ও যেহেতু আমার সঙ্গে গোটা বিশ্বে ঘুরছে এবং দেখছে আমি কী ধরনের কাজ করছি, সুতরাং আমি কী করি, সেটা এখন আর ওকে বুঝিয়ে বলার কিছু নেই। ও এসব দেখতে দেখতেই বড় হচ্ছে। আপনারাও দেখবেন, এখন সে গণমাধ্যমকে স্বাভাবিকভাবেই নেয়।’ যদিও ঐশ্বরিয়া নিজে এখনও এ ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেননি। রাকেশের পক্ষ থেকেও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’ ছবি নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাকেশ। তা শেষ করার পরই নতুন ছবি শুরু করবেন। দিন কয়েক আগে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দুটি চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তার মধ্যে একটি ‘ফ্যানি খান’ বলে জানিয়েছেন নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র। যদি তা সত্যি হয়, সে ক্ষেত্রে ‘হাম আপকে দিল ম্যায় রহতে হ্যায়’-এরপর ফের অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঐশ্বরিয়া- এমনটি মনে করা হচ্ছে। ম্যানচেস্টারে ফিরেছেন পপ সঙ্গীতশিল্পী আরিয়ানা ম্যানচেস্টারে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সেই পপ সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে। ম্যানচেস্টারের অ্যারিনা কনসার্ট হলে তিনি সঙ্গীত পরিবেশন করার পরই ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২২ জন নিহত হন। এর পর পরই তিনি ফিরে যান যুক্তরাষ্ট্রে। পরে ঘোষণা দেন হতাহতদের স্মরণে তিনি আবার কনসার্ট করবেন। সে উদ্দেশেই ম্যানচেস্টারে ফেরা তার। আনন্দ আলো ও বেদনায় সিক্ত ছিল আরিয়ানার ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্ট। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট মাঠে আবারও অনুষ্ঠিত হলো মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের ওয়ান লাভ ম্যানচেস্টার চ্যারেটি কনসার্ট। ২২ মে ম্যানচেস্টার হামলায় নিহত ও আহতদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে আয়োজিত এই কনসার্টে প্রায় ১৩ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে হামলায় নিহত ও আহতদের স্মরণে শোক, ভালবাসা ও প্রার্থনার মধ্য দিয়ে আনন্দ, বেদনার বর্ণিল আলোয় আলোকিত ছিল আরিয়ানার ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্ট। গতবার ম্যানচেস্টার স্টেডিয়ামে আরিয়ানার পারফমেন্সের পরেই আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছিল ২২ জন ও আহত হয়েছিল অনেকে। তাদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আরিয়ানার এবারের কনসার্টটি অনুষ্ঠিত হয়। কনসার্টে পারফর্ম করার সময় আরিয়ানা দর্শকদের উদ্দেশে বলেন, তিনি তার ভক্তদের ভালবাসেন। আর তার প্রতি ভক্তদের ভালবাসাই আজ আবারও তাকে এখানে টেনে এনেছে। তিনি তার ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কনসার্টে এসে তাদের ভালবাসা ও ঐক্য পদর্শনের জন্য। আরিয়ানা বলেন, গোটা বিশ্ব এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে তাতে একমাত্র ভালবাসাই পারে এসব থেকে আমাদের মুক্তি দিতে। কনসার্টে আরিয়ানা ছাড়াও অন্যান্য জনপ্রিয় পপ তারকারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন, কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার, মার্কিন গায়িকা কেটি পেরি, ব্রিটিশ রকস্টার কোল্ডপ্লে, ব্রিটিশ গায়ক, গীতকার ও অভিনেতা রুবি উইলিয়াম এবং লিয়াম গালঘের এই কনসার্টে তাদের জমকালো পরিবেশনা দর্শকদের উপহার দেন। তবে সবার পরিবেশনার মাঝেই হামলায় নিহত ও আহতদের জন্য গভীর শোকের ছায়া লক্ষ্য করা যায়। যা দর্শকদের মাঝেও দ্রুত ছড়িয়ে পড়ে। মুক্তির আগেই বাহুবলীর এই রেকর্ডটি ভাঙল রজনীকান্তের ২.০ একের পর এক রেকর্ড ভেঙ্গে ভারতীয় ছবির জগতে ইতিহাস তৈরি করে ফেলেছে রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। সারা দেশে এই ঘিরে তৈরি হয়েছিল বিশাল উন্মাদনা। এমনকি দেশের বাইরেও বিদেশী ছবিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ভাল ব্যবসা করে গিয়েছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির আগেই বাহুবলীর একটি রেকর্ড ভেঙ্গে দিল রজনীকান্ত-অক্ষয় কুমারের ‘২.০’। রজনীকান্তের পরবর্তী ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎএর ২৫ জানুয়ারি। ছবি মুক্তির আগেই ইতিহাস তৈরি করা বাহুবলী ২Ñএর রেকর্ড ভেঙ্গে দিল। কিন্তু কীভাবে? একটি ইংরেজী দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সারাদেশে ১৫টি ভাষায় ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ২.০। যেখানে বাহুবলী ২ মুক্তি পেয়েছিল ৬৫০০টি প্রেক্ষগৃহ। প্রসঙ্গত, রজনীকান্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকেও। এই ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় রয়েছেন এবং নায়িকার চরিত্রে দেখা যাবে অ্যামি জ্যাকশনকে। শাহরুখ খানের মৃত্যুর গুজব বিমান দুর্ঘটনায় মারা গেছেন এমন খবর হুট করেই সোশ্যাল মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। গুজবে জানানো হচ্ছে প্যারিসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করার জন্য আরও বলা হয়েছে, ফ্রান্সের সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ নাকি শাহরুখ খানের মৃত্যুর খবর নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। এই খবর ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। ইউরোপের সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত বিমানে সফর করছিলেন শাহরুখ। তার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। শাহরুখ ও বিমানে সফররত আরও সাতজন যাত্রীর মৃত্যু হয়। প্রকাশের পরই খবরটি ভাইরাল। আর তাই এবার নিজের মৃত্যু নিয়ে নিজেই টুইটবার্তা দিলেন শাহরুখ।তারকাদের মৃত্যুর গুজব এবারই নতুন নয়। এই প্রসঙ্গে টুইটারে শাহরুখ লিখেছেন, ‘দুর্ঘটনা হয়েছিল ঠিকই, তবে বিমানে নয়। ইমতিয়াজ আলীর শূটিং সেটে।’ এই বার্তার সঙ্গে সঙ্গে নিজের একটি মজার ছবিও পোস্ট করেন তিনি। প্রসঙ্গত, গত রবিবার শূটিং সেটের ছাদ ভেঙ্গে পড়ে। ছাদের তলায় চাপা পড়ে আহত হন দুজন। তবে অক্ষত ছিলেন শাহরুখ। তিনি জানিয়েছেন, সেটে দুর্ঘটনার কারণে শূটিং ক’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে শূটিং। চলতি সপ্তাহের শেষে আবার শূটিং শুরু হবে। আনন্দ এল রাইয়ের এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। তথ্যসূত্র : ইন্টারনেট
×