ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পেলেন নায়করাজ রাজ্জাক রঞ্জিত মল্লিক

প্রকাশিত: ০৬:০৮, ৬ জুন ২০১৭

আজীবন সম্মাননা পেলেন নায়করাজ রাজ্জাক রঞ্জিত মল্লিক

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক এবং ওপার বাংলার চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি রঞ্জিত মল্লিক একই মঞ্চে একসঙ্গে ‘আজীবন সম্মাননা’ পেলেন। ৪ জুন রবিবার বাংলাদেশের অডিও অঙ্গনের আলোকিত প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক ধ্রুব গুহর সার্বিক সহযোগিতায় কলকাতার নজরুল মঞ্চে ১৬তম টেলি-সিনে এ্যাওয়ার্ড অনুষ্ঠানে নায়ক রাজ ও রঞ্জিত মল্লিকের হাতে ‘আজীবন সম্মাননা’ তুলে দেয়া হয়। পশ্চিম বাংলার নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা নায়ক রাজ ও রঞ্জিত মল্লিকের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্মাননা পাওয়ার পর নায়ক রাজ রাজ্জাক বলেন, যারা আজ আমাকে কলকাতার মাটিতে, আমার জন্মভূমিতে আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন তাদের ধন্যবাদ। আমি সত্যিই অনেক আবেগাপ্লুত। আমার জন্মভূমিতে এমন প্রাপ্তি, সত্যিই আমার জন্য বিরাট এক প্রাপ্তি। বাংলাদেশ থেকে আমি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানা যেমন পেয়েছি। পেয়েছি তেমন কোটি কোটি দর্শকের ভালবাসা। কলকাতারও কিছু চলচ্চিত্রে আমি অভিনয় করেছি। তাই এখানকার শিল্পীদের সঙ্গেও আমার জানাশুনা আছে। ধ্রুব মিউজিক স্টেশন ও টেলি-সিনের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজীবন সম্মাননা প্রাপ্তিতে রঞ্জিত মল্লিক বলেন, নায়ক রাজের সঙ্গে এই মঞ্চেই দীর্ঘদিন পর আমার সাক্ষাত। সত্যিই তার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভাল লাগছে। আমি চলচ্চিত্রের জন্য সারাজীবন যা করে এসেছি, তার স্বীকৃতিস্বরূপ এ আজীবন সম্মাননা প্রাপ্তিতে ভীষণ ভাল লাগছে। যারা আমাকে সম্মানিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধ্রুব মিউজিক স্টেশনের সার্বিক সহযোগিতায় ১৬তম টেলি-সিনে এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ থেকে নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ অবদানের জন্য সম্মাননা লাভ করেন আইয়ুব বাচ্চু, চিত্রনায়ক শাকিব খান, হাবিব ওয়াহিদ, কনা, চিত্র নায়িকা নূসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী ও শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে অমিতাভ রেজা নির্দেশিত ‘আয়নাবাজি’। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর সঙ্গে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন রূপম ইসলাম। নিজের একটি গানে পারফর্ম করেন দিলশাদ নাহার কনা। চিত্রনায়িকা নূসরাত ফারিয়ার নাচে গানের পারফর্মেন্স উপস্থিত দর্শককে মুগ্ধ করে।
×