ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধের ‘ছৌ ম্যাকবেথ’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:০২, ১৯ মার্চ ২০১৭

কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধের ‘ছৌ ম্যাকবেথ’ নাটক মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শুক্রবার শুরু হয়েছে ‘আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব’। উৎসবের দ্বিতীয় দিন শনিবার মোট ৩টি নাটক মঞ্চস্থ হয়। বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এ্যান্ড কলেজ মঞ্চায়ন করে শুরেন্দু মাইতি রচিত, ফিরোজুল ইসলাম ফিরোজ নির্দেশিত নাটক ‘যাদুরতুলী’। ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় মঞ্চস্থ করে শৈলেন্দ্রনাথ রায় রচিত, সঞ্চয়িতা সরকার বীথি নির্দেশিত নাটক ‘একদিনের রাজা’। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় হুইপ জননেতা নুরুল ইসলাম ওমর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা। সবশেষে কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধ মঞ্চায়ন করে নাটক ‘ছৌ ম্যাকবেথ’। ‘ছৌ ম্যাকবেথ’ এর নাট্যরূপ ও নির্দেশনা দানী কর্মকার। নাটকে দানী কর্মকার এবং সঙ্গীত জানার অভিনয়ে মুগ্ধ হয় দর্শকরা। আজ আন্তঃস্কুল নাট্যোৎসবে মানিকচক সরকারী প্রাথমিক বিদ্যালয় ‘রাজাকার’, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ‘খুকি ও কাঠবিড়ালী’, বগুড়া জিলা স্কুল ‘আমরা সবাই রাজা’ নাটক মঞ্চায়ন করবে। আন্তঃজেলা নাট্যোৎসবে আজ নাট্যলোক সিরাজগঞ্জ মঞ্চায়ন করবে নাটক ‘নারী নসিমন’। প্রসঙ্গত, আন্তঃস্কুল নাট্যোৎসবে বগুড়ার ৩০টি স্কুলের প্রায় পাঁচশত নবীন নাট্যকর্মী অংশ নিচ্ছে। নাট্যোৎসবে এবারের প্রতিপাদ্য বিষয় ‘বালক প্রাণে আলোক জ্বালো, নাট্যমঞ্চ জাগিয়ে তোল’। বগুড়া থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো বগুড়া আয়োজিত ১৭ মার্চ শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৪ মার্চ শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় আন্তঃস্কুল এবং ৭টায় আন্তঃজেলার নাটক মঞ্চায়িত হচ্ছে। আট দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার এটিএনবাংলা।
×