ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেঘ আর বিস্তৃত হাওড়ের প্রেমের গল্প ‘চন্দ্রাহত হাছন’

প্রকাশিত: ২০:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মেঘ আর বিস্তৃত হাওড়ের প্রেমের গল্প ‘চন্দ্রাহত হাছন’

অনলাইন ডেস্ক ॥ চন্দ্রাহত হাছন একটি প্রেমের গল্প। যা সুনামগঞ্জের জমিদার মরমী সাধক দেওয়ান হাছন রাজা চৌধুরীকে নিয়ে লেখা। তবে 'চন্দ্রাহত হাছন' মরমী কবি হাছন রাজার জীবনী নয় । এমনকি হাছন রাজার কাব্য রচনার আলোচনা প্রসঙ্গেও নয়। এই বইতে হাছন রাজা একজন নায়ক। প্রেমের উপন্যাসের নায়ক। কেমন সে নায়ক? খেয়ালী,সঙ্গীত ও নৃত্যপ্রিয় আমুদে,ভাবুক কবি ও প্রেমিক একজন তরুন জমিদার। এই তরুন জমিদারের সাথেই চন্দ্রা নামের মন্দিরের একজন সেবাদাসীর অদ্ভুত প্রেমের গল্পই উঠে এসেছে এক সময়ের অভিনেত্রী ফারিসা মাহমুদের 'চন্দ্রাহত হাছন ' বইটিতে। আকাশের মেঘ আর বিস্তৃত হাওড়ের থৈ থৈ পানির মধ্যে নিজেকে মনে হয় নৌকার মত। একা শুধু ভেসে চলছে। যেদিকে তাকাই মনে হয়, কোথায়? কোথায় সে? কান্দন আসে। মনে হয় এই জীবন, এই সংসার সবকিছু মায়া, কিছুই নিজের নয়। যা নিজের তা ঐ অন্ধকার রাতের মধ্যে লুকিয়ে আছে। বহু দূরের মিটিমিটি তারার মতো, উকি দিয়ে আবার হারিয়ে যায়। বুকের মধ্যে কান্দন জমা হয়। চারপাশের সব কিছু হয়ে উঠে শুন্য। এই ভাবেই লেখক গল্পটা বলতে শুরু করেছেন। পড়তে শুরু করার সঙ্গে হারিয়ে যেতে হয় সুনামগঞ্জের বিস্তৃত হাওড়ের মাঝে। ভাটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। খেয়ালি জমিদারের জুড়িন্দা নৌকা আর নৌকার ভিতরে গানের আসরের মাঝে। পাবেন একজন অস্থির, উদাসী জমিদারকে। যিনি ভিতরে এক হাহাকার পুষে রাখেন। চন্দ্রা আসে হাছনের আয়না হয়ে। যে আয়নায় হাসন নিজেকেই দেখতে পান । চন্দ্রা রামপাশা মন্দিরের সেবা দাসী। বিধবা । সমাজ, সংস্কার যার প্রেমের কাছে তুচ্ছ । দেওয়ান হাসন রাজাকে ভালোবেসে রামপাশা ছেড়ে লক্ষনছিড়ি এসে ছিলো দেওয়ানের রক্ষিতা হিসেবে। এই চন্দ্রা এবং হাছন রাজার প্রেমের উপন্যাসই হচ্ছে "চন্দ্রাহত হাসন "। লেখা আর গল্পের উপস্থাপনের দক্ষতায় অবাকই হতে হয়। বইটা শুরু থেকে শেষ পর্যন্তের যাত্রায় একটা ঘোর তৈরি করে। চোখের সামনে ভেসে উঠে হাওড়, জ্যোৎস্না, বৃষ্টি সব মিলে চমৎকার সব দৃশ্যকল্প। ছোট ছোট লাইন, ছোট্ট একটা চরিত্র ও এই উপন্যাসের খুব অর্থবহ। লেখার মাঝে মাঝে এমনই কিছু অপ্রচলিত গানও এসেছে প্রাসঙ্গিক ভাবে। পড়তে পড়তে ঢুবে যেতে হয়। এই গল্প যেমন প্রেমের তেমন অভিমানেরও। এই উপন্যাসে যেমন চন্দ্রা হারিয়ে যেয়েও থেকে যায় হাছন রাজার মাঝে তেমন বইটা শেষ হয়েও যেন শেষ হয় না। চিত্রশিল্পী ফারিসা মাহমুদের প্রথম উপন্যাস 'চন্দ্রাহত হাছন '। বইটির প্রচ্ছদপট চমৎকার । প্রচ্ছদে চাঁদের আলোয় মোহবিষ্ট হাছন। যেন ধ্যানরত। প্রচ্ছদ করেছেন মোহাম্মদ শফিউল ফারুখ। সম্পাদনা করেছেন এহসান হাফিজ। সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। একুশে গ্রন্থমেলায় সব্যসাচী প্রকাশনীর ৫২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া পাঠক সমাবেশ ও অনলাইনে রকমারি ডট কম –এ বইটি পাওয়া যাচ্ছে।
×