ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রতিভাবান অভিনেতা শহিদ আলমগীর

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ ডিসেম্বর ২০১৬

প্রতিভাবান অভিনেতা শহিদ আলমগীর

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম শহিদ আলমগীর। অসংখ্য খ- এবং ধারাবাহিক নাটকে গুরুত্ব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় মেধার কথা জানান দিয়েছেন। নির্মাতা এবং বোদ্ধা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন। থিয়েটার দল ঢাকা পদাতিকের আঙ্গিনায় অভিনয়ের হাতে খড়ি হলেও নিজের চেষ্টায় তিনি এগিয়ে যাচ্ছেন। নিজেকে ক্রমবর্ধমান অভিনয় জীবনের ব্যঞ্জনায় এগিয়ে চলার শিরোনাম দিয়েছেন ‘রাইফেল মফিজ’ থেকে ‘লালু সর্দার’। বলা যায় অভিনেতা শহিদ আলমগীর সমকালীন আলোচিত অভিনেতা একটি প্রতিচ্ছবি। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপুটে ছাত্রনতা শহিদ আলমগীর উপন্যাসিক ইমদাদুল হক মিলনের হাত ধরে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হোন। হাঁটি হাঁটি পা পা করে তিনি নিজেকে গড়ে তুলেছেন। একজন দায়বদ্ধ প্রতিশ্রুতিশীল অভিনেতার মূলমন্ত্র, তার চরিত্রের মধ্যে বিশ্বাসযোগ্য বসবাস। শহিদ আলমগীর সেই কাজটুকু যতœ নিয়ে করে দায়িত্ববান অভিনেতার পরিচয় দিয়েছেন। শহিদ আলমগীর অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘রাইফেল মফিজ’, ইমদাদুল হক মিলনের ‘যুবরাজ’, গিয়াস উদ্দিন সেলিমের রচনা ও নজরুল কোরেশীর পরিচালনায় শুভরাত্রী’, ইসহাক খানের রচনা ও নজরুল কোরেশীর পরিচালনায় ‘নীল ঘুড়ি’, সাজ্জাদ হোসেন দুদুলের ‘অস্থির পাখিরা’, মোহন খানের ‘দুই শালিক’ প্রভৃতি। শতাধিক নাটকে অভিনয় করলেও বিটিভিতে প্রচার হওয়া ইশানার বিপরীতে ধারাবাহিক ‘রাইফেল মফিজ’ মম রুবেলের রচনায় পরিচালক বর্ণনাথ নির্মিত ধারাবাহিক ‘লালু সর্দার’ নাটকে শহিদ আলমগীরের অভিনয় প্রশংসিত হয়। নতুন ধারাবাহিক ‘লালু সর্দার’ নাটকেও তাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। মাঝে এম সাখাওয়াত হোসেন রচনা ও পরিচালনায় ‘চন্দ্র নদীর বাঁকে’ এবং ‘কাপুরুষ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। একটি চরিত্রকে দর্শক গ্রহণযোগ্যতা করে তৈরি করতে তার আন্তরিকতার কোন অভাব নেই। ফলে অল্প সময়ে একটি শক্তিশালী চরিত্রের ভেতরে প্রবেশ করে চরিত্রটি নিখুঁতভাবে উপস্থাপিত করে দর্শকের কাছে চলে আসতে পারেন। শহিদ আলমগীর সাম্প্রতিক পরিচালক এম সাখাওয়াৎ হোসেনের বেশি কাজ করেছেন। তার অভিনয় প্রসঙ্গে এম সাখাওয়াৎ হোসেনের বলেন, আজকে মিডিয়াতে অভিনয় না শিখে-সংস্কৃতিম-লে পদচারণা ছাড়াই কিছু অভিনেতার জন্য শহিদ আলমগীর নিঃসন্দেহে একজন আইডল। তার একটি প্রোডাকশনের প্রতি আন্তরিকতা, কাজটি মনোযোগ দিয়ে করার প্রক্রিয়া সর্বোপরি একটি ইউনিটকে কিভাবে সহযোগিতা করে কাজটি শেষ করা সত্যিকার অর্থে মুগ্ধ করে। তার অভিনয় ক্যারিয়ারের জন্য শুভ কামনা।
×