ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আদিত্য জনির ধারাবাহিক ‘স্বপ্নের সিঁড়ি’

প্রকাশিত: ০৩:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৬

আদিত্য জনির ধারাবাহিক ‘স্বপ্নের সিঁড়ি’

স্টাফ রিপোর্টার ॥ বিটিভির জন্য সম্প্রতি নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক ‘স্বপ্নের সিঁড়ি’। নাটকের মূল গল্প আবুল কালাম আজাদ বীর বিক্রম। চিত্রনাট্য ও সংলাপ মোঃ জাকির হোসেন। নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক আদিত্য জনি। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, নাঈম, নাদিয়া, সাইকা আহমেদ, আসমা খানম, জান্নাতুল ফেরদৌস উপমা, তাসনোভা তারিন, আসমা উল হুসনা, নাইচ, সেতারা আক্তার, আরিফ আল মামুন, দুলাল আনাহলী, শাহ্ মোঃ ইসরাইল, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর খান, ফরিদ আহমেদ সাথী, মহসিন কবির, কাজী বজলুর রহমান, রফিক, হুমায়ুন, তৌফিক আহমেদ, তালহা আল মাহমুদ খান, মঞ্জুরুল আলম রঞ্জু, আলী হোসেন, উজ্জ্বল, জামান, আল আমিন, সুজাত ও শিশু শিল্পী নিপুন, উনাইছাসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে ডিজিটাল গ্রাম এবং শহীদ স্মৃতি অনাথ আশ্রম প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযোদ্ধার সন্তান বকুল এমএ পরীক্ষা শেষ করে গ্রামে ফিরে আসে। তবে বকুল নির্বাচন করবে বলে স্থানীয় চেয়ারম্যানের কান ভারি করে তোলে তার সহযোগী। অন্যদিকে গ্রামের আরেক মুক্তিযোদ্ধার মেয়ে অন্ধ হওয়ার ঘটনায় ব্যাকুল হয়ে ওঠে বকুল। সরল বকুলের জীবন সঙ্গী একটি অন্ধ মেয়ে হাসি। বিষয়টি বুঝতে না পেরে সিম কার্ড বদলে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে নানি বাড়ি চলে যায় হাসি। হাসিকে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় বকুল। বিচলিত বকুল শত দুঃখেও ধ্যানে জ্ঞানে শহীদ স্মৃতি অনাথ আশ্রম প্রতিষ্ঠার চেষ্টা করে। এক সময় গ্রামে ফিরে আসে হাসি, কিন্তু কিছুতেই বকুলকে বিয়ে করতে সম্মত হয় না হাসি। চোখের আলো ফিরিয়ে আনতে বিভাগীয় শহরে হাসিকে চিকিৎসা করাতে নিয়ে যায় বকুল। হাসির চোখ ভাল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। হাসির চিকিৎসা, শহীদ স্মৃতি অনাথ আশ্রম প্রতিষ্ঠার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। গ্রামে নানা সামাজিক কর্মকা-ে জড়িয়ে পরে সে। এছাড়া আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, হাসির চিকিৎসা, হাসির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াসহ বিভিন্ন চাপে উদ্বিগ্ন বকুল। হাসির চোখ অপারেশনের ঝুঁকি নেয় সে। চোখ ভাল হয় হাসির। আনন্দের জোয়ার বয় সারা গ্রামে। একে একে বাস্তবায়িত হয় গ্রামের সকল কর্মকা-। বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বকুল। শহীদ স্মৃতি অনাথ আশ্রমের সুপ্ত বাসনায় খুশির চোখের অপারেশনের সময় কোন এক ফাঁকে ১০ টাকার একটি লটারি ক্রয় করে বকুল। লটারির প্রথম পুরস্কার ৪০ লাখ টাকা পায় বকুল। টাকা উত্তোলনের জন্য শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায় বকুল। প্রতিষ্ঠিত হয় শহীদ স্মৃতি অনাথ আশ্রম।
×