ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উদীচীর কেন্দুয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: ০৩:৫৬, ১ অক্টোবর ২০১৬

উদীচীর কেন্দুয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘সংস্কৃতি হোক জাগরণের শক্তি’ স্লোগানে সম্প্রতি নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর স্থানীয় উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দুয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদীচীর নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক ছড়াকার সঞ্জয় সরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রনেন সরকার। রাখাল বিশ্বাসের সভাপতিত্বে এবং মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কথা সাহিত্যিক হাবিব আল-আজাদ, গীতিকার ফজলুর রহমান, মীর্জা রফিকুল হাসান, লোকশল্পী আব্দুল হেলিম বয়াতী, আবুল হাসেম বয়াতী, আবুল বাশার তালুকদার, শিক্ষক লুৎফর রহমান, ছড়াকার রহমান জীবন, সৈয়দ শাহজাহান, ভজন দে প্রমুখ। সম্মেলনে রাখাল বিশ্বাসকে সভাপতি এবং মহিউদ্দিন সরকারকে সম্পাদক করে উদীচীর কেন্দুয়া শাখার ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি- গোলাম মোস্তফা ও লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক- ব্রজদুলাল রায়, কোষাধ্যক্ষ- তপন ভদ্র, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অনুকূল সরকার, সংগঠন সম্পাদক- মিজানুর রহমান মাহবুব, দপ্তর সম্পাদক- আসাদুজ্জামান অপূর্ব, প্রচার ও প্রকাশনা সম্পাদক- তমজিদ হোসেন, সদস্য- কামরুল হাসান ভূঁইয়া, সজল শীল, আফজালুন্নেছা রুমী, ফাতেমা আক্তার, মাহবুব আলম পান্না।
×