ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৫০তম প্রদর্শনী পর্যন্ত নাটকটির দর্শক সাড়া কেমন?

প্রকাশিত: ০৩:৫৫, ১ অক্টোবর ২০১৬

৫০তম প্রদর্শনী পর্যন্ত নাটকটির দর্শক সাড়া কেমন?

জাহিদ রিপন : একটা কথা বলতে ভাল লাগছে, এই কথায় হয়ত কেউ রাগও করতে পারেন। তার পরেও বলি, সে সময় যে ১৪টি নাটককে অনুদান দেয়া হয়েছিল, তার মধ্যে একমাত্র ‘চিত্রাঙ্গদা’ টিকে আছে এবং স্বগৌরবে টিকে আছে। সেই জায়গা থেকে আমরা এ নাটকের ৫০তম প্রদর্শনী করেছি। আমাদের অন্যতম পাওয়া দর্শকরা এ নাটকটির জন্য অপেক্ষা করেন। খোঁজখবর নেন। এমনও দর্শক আছেন যিনি নাটকটি ২০-২৫ বার দেখেছেন, আরও দেখার ইচ্ছা পোষণ করেন। আমরা বাংলাদেশের বাইরে বিশেষ করে ভারতে গিয়েও এ নাটকের শো করেছি। সেখানেও ব্যাপক প্রশংসিত হয়েছে। সবকিছু মিলে আমরা মনে করি যে, নাটকটি আমরা শততম বা আরও বেশি প্রদর্শনী করতে পারব। কারণ এটি দর্শকের ভাল লাগার একটি নাটক।
×