ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ বিসিএস প্রশাসন ক্যাডারদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ০৭:০৩, ২১ জুলাই ২০১৬

হবিগঞ্জ বিসিএস প্রশাসন ক্যাডারদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলা কালেক্টরেট কর্মরত (প্রশাসন) বিসিএস ক্যাডার কর্মকর্তাদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে হবিগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সাবিনা আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ আবদুর রউফ, এডিএম মোঃ এমরাইন হোসেন, এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলম, এডিসি (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম সাইফুল আলম, আরডিসি তানভীর হাসান রুমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের শিল্পীদের ঐতিহ্যবাহী মনিপুরী রাস নৃত্য, বাউল গান পরিবেশনা উপস্থিত মন্ত্রী ও তার পরিবারের সদস্যসহ সকল শ্রোতাকে মুগ্ধ করে। পরে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রী ইসমত আরা সাদেক ও তার পরিবারের সদস্যদের হাতে ক্রেস্টসহ নানা উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাবিনা আলম। এর আগে মন্ত্রী ইসমত আরা একই সভা কক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারদের নিয়ে বৈঠক করেন। বলাবাহুল্য, তিন দিনের সফরে মন্ত্রী ইসমত আরা হবিগঞ্জে এসে জেলার বাহুবল পুটিজুরী পাহাড়ী এলাকার নয়নাভিরাম সৌন্দর্যে পরিচালিত দ্য প্যালেস রিসোর্চ সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা তার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে দেখেন। পাশাপাশি শেষ দিনে জেলা কালেক্টরেটের আয়োজনে ওই সাংস্কৃতিক সন্থ্যায় মিলিত হন।
×