ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুরের কারিগর রাজকুমার

প্রকাশিত: ০৪:৩৪, ১৯ জুলাই ২০১৬

সুরের কারিগর রাজকুমার

স্টাফ রিপোর্টার ॥ সুরকার-সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী শরিফ আলম রাজকুমার। বিটিভি ও বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। নিজের গানের পাশাপাশি অন্যের গানের সুর করার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করেন। তার সুর-সঙ্গীতে এরই মধ্যে ‘অন্তর আমার লাল সবুজের প্রান্তর’ দেশাত্মবোধক গানটি সাড়া ফেলেছে। বর্তমানে তিনি দেশ-বিদেশে স্টেজ শো ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তির একক এ্যালবামের কাজ করছেন। আসছে ঈদ-উল-আযহায় এ্যালবামটি প্রকাশ করবেন জানান তিনি। এ প্রসঙ্গে রাজকুমার বলেন, সুর নিয়ে খেলতে আমার ভাল লাগে। এ জন্যে গান গাওয়া ছাড়াও সুর-সঙ্গীত করছি। অনুপমা মুক্তি এ্যালবামের সব গানের সুর ও সঙ্গীতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। আশা করছি শ্রোতারা সময়োপযোগী কিছু গান পাবে এ এ্যালবামে। রাজকুমারের প্রথম এ্যালবাম ‘ভালবাসার বায়না’ প্রকাশ হয় ২০০৫ সালে।
×