ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইফায় অ্যাওয়ার্ড গেল কাদের হাতে?

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ জুন ২০১৬

আইফায় অ্যাওয়ার্ড গেল কাদের হাতে?

অনলাইন ডেস্ক ॥ আইফা রকস অ্যাওয়ার্ডের ঝলকে কি চোখ ধাঁধাচ্ছে মাদ্রিদের? আইফার চমক দেখে অনেকে তো তাই মনে করছেন। এ বছর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে ১৭ তম আইফা অ্যাওয়ার্ড। এমনিতেই সারা বছর ধরে সিনেপ্রেমী থেকে তারকা সকলেরই চোখ থাকে আইফার দিকে। কার মাথায় উঠল সেরার মুকুট? কোন ছবিই বা জিতে নিল সর্বাধিক অ্যাওয়ার্ড? সেরা হলেল কোন গায়ক-গায়িকা? সেরা পরিচালকই বা কে? এমন হাজারো সেরার হদিস জানতে চোখ রাখুন আইফার সম্পূর্ণ গ্যালারির দিকে। সেরা ছবি: বজরঙ্গি ভাইজান। সেরা পরিচালক: সঞ্জয় লীলা বনশালী (বাজিরাও মস্তানি)। সেরা অভিনেতা: রণবীর সিংহ (বাজিরাও মস্তানি)। সেরা অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (পিকু)। সেরা সহ-অভিনেতা: অনিল কপূর (দিল ধরক্‌নে দো)। সেরা সহ-অভিনেত্রী: প্রিয়ঙ্কা চোপড়া (বাজিরাও মস্তানি)। সেরা ভিলেন: দর্শন কুমার (এন এইচ ১০)। সেরা কমিক চরিত্র: দীপক ডব্রিয়াল (তনু ওয়েডস মনু রিটার্নস) সেরা নবাগত অভিনেতা: ভিকি কৌশল (মাসান)। সেরা নবাগতা অভিনত্রী: ভূমি পেড়কর (দম লাগা কে হাইসা)। সেরা ডেবিউ জুটি: সূরজ পাঞ্চোলি এবং আথিয়া শেঠি (হিরো)। সেরা গল্প: জুহি চতুর্বেদি (পিকু)। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×