ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাট্যকর্মী তনু-তনয়কে উৎসর্গ স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ জুন ২০১৬

নাট্যকর্মী তনু-তনয়কে উৎসর্গ  স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চনাটকের এমনিতেই দর্শক খরা চলছে। তারপরেও রমজান মাসে নাটকের দর্শক আরও কম থাকে। এর মধ্যেও কোন কোন নাট্যদল নাটক মঞ্চায়নের মাধ্যমে অনেকটা সাহসিকতার পরিচয় দিয়ে থাকে। তেমনি একটি নাট্যদল স্বপ্নদল। নাট্যকর্মী তনু-তনয়সহ সাম্প্রতিক বর্বর হত্যাকা সমূহের প্রতিবাদে স্বপ্নদল তাদের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন করতে যাচ্ছে। আগামী ১৭ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি বিশেষ মঞ্চায়ন হবে বলে জানা গেছে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের রূপান্তর এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহিদ রিপন, ফজলে রাব্বী সুকর্ন, মিতা, মোস্তাফিজুর রহমান, রেজাউল মাওলা, শিশির শিকদার, সামাদ ভূইয়া, জেবুন্নেসা আলো, রিমু, নাবলু, তানভীর শেখ, শাহীন, মাধুরি, মাসুদ, তানিয়া, জুই, আলী, জুয়েনা শবনম, মেহেদী রানা, তীর্থ প্রমুখ। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মূলকাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-তুরস্ক-মিয়ানমার-সিরিয়ায় সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার প্রত্যাশা। আর প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতি। প্রসঙ্গত, স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘১৩তম এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে এশিয়ার বৃহত্তম ও মর্যদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’, কলকাতার দমদমে ‘শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৬’সহ ভারতের নদীয়া ও কল্যাণীতে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
×