ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আবদুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৬:২৪, ১৬ এপ্রিল ২০১৬

আবদুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের চলচ্চিত্রের স্বপ্ন দ্রষ্টা ও পথিকৃত চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খানের জন্ম দিন আজ। ১৯১৬ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। আবদুল জব্বার খানের জন্ম শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে আজ। চলচ্চিত্রের সেই ইতিহাস দ্রষ্টাকে স্মরণ করতে আবদুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে ‘আবদুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব’ নামে এক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৬ দিনব্যাপী এ আয়োজন আজ শুরু হবে চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এই উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং জাজ মাল্টিমিডিয়া। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার জহির রায়হান কালার ল্যাব ভিআইপি মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও আবদুল জব্বার খানের জ্যেষ্ঠপুত্র ইসমত হায়াত খান। উপস্থিত ছিলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সি বি জামান, বাংলাদেশ ফিল্ম এডিটর গিল্ডসের সভাপতি আবু মুসা দেবু, চিত্রপরিচালক শাহীন মাহমুদ, চলচ্চিত্র গবেষক শামসুল আলম বাবু, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সমন্বয়কারী সাংবাদিক-অভিনেতা আহমেদ সাব্বির রোমিও প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রথমদিন আজ বিকেল ৬টায় বেলুন, ফানুস এবং পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করবেন নায়করাজ রাজ্জাক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। আগামী কাল ১৭ থেকে ২১ এপ্রিল চলচ্চিত্র প্রদর্শনী। ২১ এপ্রিল হবে সমাপনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে জানানো হয় ৬ দিনব্যাপী এই অনুষ্ঠানে আবদুল জব্বার খানের পরিচালনায় নির্মিত যেসব চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে ১৭ এপ্রিল রবিবার ‘মুখ ও মুখোশ’, ১৮ এপ্রিল সোমবার ‘জোয়ার এলো’, ১৯ এপ্রিল মঙ্গলবার ‘বাঁশরী’, ২০ এপ্রিল বুধবার ‘কাঁচ কাটা হীরে’, এবং ২১ এপ্রিল বৃহস্পতিবার ‘খেলাঘর’। চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রসঙ্গত, আমাদের দেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রের সফল নির্মাতা আবদুল জব্বার খান। যাঁর হাত ধরে আমাদের এই ভূখ-ে চলচ্চিত্র শিল্পের সূচনা হয়েছিল আজ থেকে ষাট বছর আগে ১৯৫৬ সালে ‘মুখ ও মুখোশ’ নির্মাণ ও মুক্তির মধ্য দিয়ে। আর সেই চলচ্চিত্রই এ দেশে চলচ্চিত্রশিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রেখেছিল। উন্মোচিত করেছিল নতুন এক সম্ভাবনার দিগন্ত।
×