ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সংস্কৃতি সংবাদ

মুরতাঈশ কচি স্মরণে ‘কালরাত্রি’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৩

মুরতাঈশ কচি স্মরণে ‘কালরাত্রি’ নাটকের মঞ্চায়ন

শিল্পকলায় মঞ্চস্থ ‘কালরাত্রি’ নাটকের দৃশ্য

পৃথিবীর অনেক দেশে সম্ভব হলেও এ দেশে মঞ্চনাটক করে জীবিকা নির্বাহ করা সম্ভব হয় না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সম্ভব হলেও বাংলাদেশে এখনো মঞ্চনাটকে পেশাদারিত্ব প্রতিষ্ঠা হয়নি। তবুও ঢাকাসহ দেশের বিভিন্ন নাট্যমঞ্চে শুধুমাত্র ভালোবাসার তাগিদে কাজ করেন অনেক নাট্যকর্মী। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর  মতো উদাহরণ গড়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যান এই মঞ্চশিল্পীরা। প্রাপ্তির পরিবর্তে থিয়েটারের প্রতি অকৃত্রিম অনুরাগ কিংবা শিল্পের প্রতি দায়বদ্ধতাই হয়ে ওঠে তাদের অনুপ্রেরণার উৎস। আর নাট্যমঞ্চে নিজেকে সঁপে দেওয়া তেমনই এক নাট্যকর্মী ও সংগঠক আবু মুহাম্মদ মুরতাঈশ কচি। ছিলেন পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য।

পালন করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। সততা ও ন্যায়ের মূর্তমান প্রতীক এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে আইন পেশায় নিয়োজিত হয়েছিলেন। পেয়েছিলেন রাষ্ট্রের মুন্সেফের চাকরি। কিন্তু বিরূপ পরিস্থিতিতে আপন সত্তার সঙ্গে আপোস করতে না পেরে ছেড়ে দিয়েছিলেন সেই লোভনীয় চাকরি। জড়িয়ে পড়েছিলেন অনিশ্চিত জীবনের গন্তব্যময় নাট্যচর্চায়। ধারণ করেছিলেন এক শক্তিশালী অভিনেতা ও দক্ষ সংগঠকের পরিচয়কে। সেই সুবাদে পদাতিকের প্রথম প্রযোজনা ‘সোজন বাদিয়ার ঘাট’ ছাড়াও ‘মা  মনসার পালা’ ও ‘চন্দ্রাবতী’ নাটকে অনবদ্য অভিনয় করে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর।

এছাড়া প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান রচিত ও নির্দেশিত দেশের সর্বাধিক প্রদর্শিত পথনাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’-এ প্রশংসিত ও জনপ্রিয়তা পেয়েছিল তার অভিনয়। বুধবার ছিল এই মঞ্চশিল্পীর প্রয়াণবার্ষিকী। দিবসটিতে নাট্য প্রদর্শনীর আশ্রয়েই তাকে স্মরণ করা হয়। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘কালরাত্রি’।

×